বাংলাদেশের দুই ক্রিকেট ম্যাচ দেখবেন যেভাবে
শঙ্কার মেঘ উড়ে গিয়ে স্বস্তির খবর এসেছে আগের দিন রাতেই। দুটো ম্যাচই টেলিভিশনের পর্দায় দেখতে পাবেন বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। রোববার রাতে প্রথম ম্যাচে। দুবাইয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। সিরিজের দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে দুই ম্যাচ। সিরিজ শুরুর আগে এই দুই ম্যাচ কোন চ্যানেলে দেখা যাবে সেটা ছিল অজানা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে গাজী টিভিতে (জিটিভি) দেখা যাবে বাংলাদেশের দুটি ম্যাচ।
বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘দুবাই ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে রোববার সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি (জিটিভি)।’
একই দিনে আবুধাবির জায়েদ স্টেডিয়ামে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালে বাংলাদেশ নারী দলের মুখোমুখি হবে আয়ারল্যান্ড। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে এবং ফ্যানকোডে সরাসরি দেখা যাবে।