রোনালদোকে দলে টেনে ভুল করেছে জুভেন্তাস!
২০১৮ সালে নতুন চ্যালেঞ্জের লক্ষ্যে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে পাড়ি জমিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদকে টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জেতানো পর্তুগীজ তারকাকে দলে ভেড়ানোর পেছনের কারণটাও ছিল পরিষ্কার, জুভেন্তাসকে ইউরোপসেরা করা। কিন্তু বিয়েঙ্কোনেরিদের সাবেক খেলোয়াড় আন্তনিও কাসানোর মত, কাজটা ঠিক হয়নি তার দলের। রোনালদোকে ভিড়িয়ে ভুলই করেছে টানা নয়বারের সিরি’আ শিরোপাজয়ীরা।
রোনালদো আসার আগের চার মৌসুমে দুটো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলেছিল দলটি। আর রিয়াল মাদ্রিদ থেকে তাকে উড়িয়ে আনার পর প্রথম মৌসুমে যাও কোয়ার্টার ফাইনালে খেলতে পেরেছিল জুভেন্তাস, দ্বিতীয় মৌসুমে শেষ ষোলতেই থেমেছে দলটির চ্যাম্পিয়ন্স লিগ যাত্রা। এজন্যেই কাসানোর মনে হচ্ছে, রোনালদোকে দলে ভেড়ানো উচিত হয়নি দলের।
সম্প্রতি কোরিয়েরে দেল্লো স্পোর্তকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘জুভেন্তাস তাকে চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য দলে টেনেছে, কিন্তু তাকে নিয়ে দলটির অবস্থা আরও খারাপই হয়েছে। সিরি’আ শিরোপাটা তাকে ছাড়াও জিততো দলটি। সম্পূর্ণ ভুল এক প্রকল্পে হাত দিয়েছে জুভেন্তাস।’
তবে খেলোয়াড় রোনালদোকে নিয়ে কোনো সংশয় নেই কাসানোর। বললেন, ‘সে গোল করতেই থাকবে কারণ সে জানে গোল কী করে করতে হয়। সে বাম পাশ থেকে ভেতরে ঢুকবে, বলের দখল নিয়ে ডান পায়ের আগুনে শটে বল জড়াবে জালে। তার হেডারগুলোও অনন্য।’
রোনালদো গোল পাচ্ছেন জুভেন্তাসের হয়ে। তাহলে সমস্যাটা কোথায়? সাবেক ইতালিয়ান তারকার অভিমত, ‘কিন্তু পিরলো খেলাটা নিচ থেকে গড়ে আক্রমণে উঠতে চায়, প্রতিপক্ষকে চাপে ফেলতে চায়, প্রতিপক্ষ রক্ষণরেখার মাঝামাঝিতে খেলতে চায়। তাহলে রোনালদোর আর ম্যাচে অংশ নেয়া হয়ে ওঠে না। আর তাই আমার মনে হয় চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে না পারলে তাকে দলে ভেড়ানোটা বাজে একটা উদাহরণ হয়েই থাকবে।’
রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্তাসে পাড়ি জমানোর পর অনিয়মিত লিগ শিরোপাটা জিতেছেন নিয়মিত। টানা দুই মৌসুমে জিতেছেন সিরি’আ শিরোপা। সঙ্গে দুটো সুপারকোপা দে ইতালিয়ানাও ঝুলিতে পুরেছে তার দল। নিজেও ২০১৯ সালে সিরি’আ বর্ষসেরা পুরস্কার জিতেছেন।
কিন্তু যে কারণে জুভেন্তাসে আসা, সেই চ্যাম্পিয়ন্স লিগই রয়ে গেছে অধরা। প্রথম মৌসুমে দ্বিতীয় রাউন্ডে বিদায়ের শঙ্কায় পড়া দলকে তুলেছিলেন কোয়ার্টার ফাইনালে, পরের মৌসুমে শেষ ষোলতে বিদায় নিয়েছিল তার দল। চলতি মৌসুমেও একই শঙ্কায় পড়েছে তার দল। পোর্তোর কাছে প্রথম লেগে ২-১ গোলে হেরে ঘরে ফিরেছে জুভেন্তাস।
এনইউ/এটি