মাঠে ধাক্কাধাক্কির শাস্তি পেলেন পাকিস্তান-আফগানিস্তানের সেই দুইজন
এশিয়া কাপে পাকিস্তান-আফগানিস্তানের ম্যাচটা দারুণ রোমাঞ্চ নিয়েই হাজির হয়েছিল। মাঠে যারা খেলেন তাদের জন্য রোমাঞ্চের সঙ্গে মিশে ছিল শঙ্কা আর অনেকখানি উত্তেজনাও। সেই উত্তেজনার বশেই সেই ম্যাচে রীতিমতো মেজাজ হারিয়ে ধাক্কাধাক্কিতে লিপ্ত হন পাকিস্তানের আসিফ আলি ও আফগানিস্তানের ফরিদ আহমাদ। সেই ম্যাচের একদিন পেরোতেই শাস্তি পেয়েছেন দু’জনে।
ঘটনাটা ঘটেছে সেই ম্যাচে পাকিস্তান ইনিংসের ১৯তম ওভারে। ৮ বলে ১৬ রান করা আসিফ আলীকে আউট করেই খুব কাছে গিয়ে উদযাপন করতে গিয়েছিলেন ফরিদ। বলেছিলেন আসিফকে উত্তেজিত করার মতো কিছুও।
জবাবে আসিফ তেড়ে যান ফরিদের দিকে। প্রথমে কনুই দিয়ে ধাক্কা দিয়েছেন তাকে। এরপর ফরিদ তার জবাব দিলে তিনি ব্যাট উঁচিয়ে মারতে যান তাকে। এমন আচরণে আইসিসির কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করেছেন দু’জনে। যে কারণে দু’জনের ওপর নেমে এসেছে শাস্তি। আইসিসি দুই ক্রিকেটারকে তাদের ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করেছে গত রাতে।
আইসিসির ভাষ্যমতে, ফরিদ আসিফের দিকে তেড়ে গিয়ে ‘অসঙ্গত শারীরিক যোগাযোগ’ করেছেন। আর আসিফের প্রতিক্রিয়াকে আইসিসি দেখছে ‘ব্যাট দিয়ে আগ্রাসী ভঙ্গি করা’ হিসেবে।
এই শাস্তিতেই শেষ হয়ে যায়নি। দু’জনের ডিসিপ্লিনারি রেকর্ডে উঠে গেছে একটি করে ডিমেরিট পয়েন্ট। ভবিষ্যতে এমন আচরণ আবারও করলে আমলে আনা হবে এই বিষয়টি। যার ফলে নেমে আসতে পারে আরও বড় শাস্তিও।
এনইউ