ইনজুরির পর প্রথমবার ব্যাট হাতে সোহান

টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়কের দায়িত্ব নিয়ে জিম্বাবুয়ে সিরিজে গিয়েছিলেন নুরুল হাসান সোহান। ভাগ্য সহায় না থাকলে যা হয়! আঙুলের চোটে পড়ে সিরিজের মাঝ পথে সেবার দেশে ফিরে আসতে হয় এই উইকেটকিপার ব্যাটারকে। এরপর সফল অস্ত্রোপচার হলেও বেশি কিছুদিন ধরেই ছিলেন বিশ্রামে। তবে আজ বুধবার বেলা ১টায় মিরপুর শেরেবাংলার মাঠে ইনজুরির পর প্রথমবার ব্যাট হাতে অনুশীলন করলেন সোহান।
বিজ্ঞাপন
ব্যাট হাতে অনুশীলনে নামলেও কোন বোলারের মুখোমুখি হননি সোহান। গ্রান্ড স্ট্যান্ডের সামনে বিসিবি থ্রোয়ার রাব্বির সঙ্গে অনুশীলনে দেখা যায় এই ব্যাটারকে। বেশ কিছুক্ষণ ধরেই ব্যাট হাতে অনুশীলন করেন তিনি। এ সময় সব থেকে বেশি স্ট্রেইট ড্রাইভ শট খেলতে দেখা গেছে সোহানকে।
রোদের তীব্রতা থাকায় এদিন বিরতি নিয়ে নিয়ে অনুশীলন করেন সোহান। এরপর তার অনুশীলনে যোগ দেন কোচ মিজানুর রহমান বাবুল। এই কোচ নিজে তাকে বল থ্রোয়ার করে দেখিয়ে দেন শট খেলার নিয়ম। তারপরই এক হাতে কিছুক্ষণ ব্যাট চালাতে দেখা যায় সোহানকে।
বিজ্ঞাপন
সোহানকে নিয়ে ঢাকা পোস্টকে কোচ মিজানুর রহমান বাবুল বলেন, ‘ব্যাটিং তো দেখলেনই, ভালোই করছে। আশা করছি সম্পূর্ণ ফিট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। প্রথমদিন হিসেবে ব্যাট হাতে সে বেশ সাবলীল।’
কিছুক্ষণ বিরতি নিয়ে আবারো ঘাম ঝরানো অনুশীলন শুরু করেন সোহান। ইনজুরির পর প্রথম দিনের অনুশীলনে নেমে বেশ সাবলীলভাবেই ব্যাট চালাতে দেখা গেল এই ব্যাটারকে। এরপর আরো কিছুক্ষণ অনুশীলনের পর কোচ বাবুলের সঙ্গে ক্যাচিং অনুশীলন করেন সোহান সঙ্গী লিটন দাসকে নিয়ে। কোচ বাবুলের অধীনে এসময় বাউন্ডারি লাইনের ক্যাচ অনুশীলন করতেও দেখা যায় তাদের।
বিজ্ঞাপন
দীর্ঘদিন পর ইনজুরি কাটিয়ে যে সোহান ফিরেছেন সেটা দেখে বোঝার উপায় নাই, কেননা বেশ ভালোভাবেই বল তালুবন্দী করতে দেখে গেছে এই উইকেটকিপার ব্যাটারকে।
এসএইচ/এটি