‘পরিকল্পনা মতো বোলিং না হওয়ায় ম্যাচ হাতছাড়া হয়েছে’
এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। অনেকে ম্যাচ হারের জন্য ব্যাটারদের থেকে দুই পেস বোলার সাইফউদ্দিন এবং মুস্তাফিজকে দুষছেন। যদিও এই কথার সঙ্গে পুরোপুরি একমত নন সাবেক ক্রিকেটার ও বর্তমান বাংলা টাইগার্সের বোলিং কোচ নাজমুল হোসেন।
ব্যাটাররা দলের জন্য যথেষ্ট রান স্কোরবোর্ডে জমা করতে পারেনি। এমন অবস্থায় ম্যাচের শুরু থেকেই আফগান ব্যাটারদের চেপে ধরেছিল সাকিব-মোসাদ্দেকরা। তবে বিপত্তি ঘটে যায় ১৭ এবং ১৮তম ওভারে। মুস্তাফিজ এবং সাইফউদ্দিনের দুই ওভারে ম্যাচ থেকে ছিটকে যায় টাইগাররা। এই দুই পেসার পরিকল্পনা মতো বল করতে না পারাতেই সর্বনাশ হয়েছে বলে মনে করছেন নাজমুল।
ঢাকা পোস্টের সঙ্গে আলাপে এই বোলিং কোচ বলেন, ‘বোলারদের ব্যর্থতায় সব অনর্থ হয়েছে সেটা বলবা না। শেষদিকে দুই ওভার প্ল্যানমাফিক বোলিং করতে না পারায় ম্যাচটা হাতছাড়া হয়ে যায়। বোলাররাই কিন্তু ম্যাচে রেখেছিল আমাদের, এমনকি আফগানিস্তানের থেকেও এগিয়ে ছিলাম আমরা। শেষ দিকে আমরা ফিনিশিং ঠিক ভাবে করতে পারিনি, এছাড়া ডেথ ওভারে বোলিং ভালো করাটা কঠিন কাজ।’
শেষ কয়েক ম্যাচেই মুস্তাফিজের থেকে খুব একটা ভালো বোলিং পাচ্ছে না বাংলাদেশ দল। ম্যাচে একই ভুল বারবার করতে দেখা গেছে তাকে। ফিজের সমস্যার কথা খোলাসা করলেন বাংলা টাইগার্সের এই বোলিং কোচ।
নাজমুলের ভাষ্য, ‘মোস্তাফিজ নতুন বলে ভালো করছে, কিন্তু ডেথ ওভারে সেভাবে বল করতে পারছে না। আমার মনে হয় সে প্ল্যান অনুযায়ী বোলিং করার চেষ্টা করছে কিন্তু সেটা হচ্ছে না। আশা করছি সে দ্রুতই ফিরবে।’
এশিয়া কাপে গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে আগামীকাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু হবে রাত ৮ টায়।
এসএইচ/এইচএমএ