ইউনাইটেডে যোগ দিতে ‘বিদ্রোহী’ হয়ে উঠলেন নেইমারের ব্রাজিল-সতীর্থ
আর এক মুহূর্ত আয়াক্সে থাকতে চান না অ্যান্টনি। অ্যামস্টারডামের এই ক্লাব ছেড়ে অন্য কোথাও পাড়ি জমাতে মুখিয়ে তিনি। তবে এক্ষেত্রে তার দলবদলের পথে ডাচ ক্লাবটি কাঁটা বিছিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।
শুক্রবার (২৬ আগস্ট) ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর কাছে দেওয়া এক সাক্ষাৎকারে আয়াক্সকে নিয়ে বেশকিছু বিস্ফোরক মন্তব্য করেছেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। গত ফেব্রুয়ারিতেই আয়াক্স ছাড়ার ইচ্ছের কথা ক্লাবকে জানিয়েছিলেন উল্লেখ করে আনত্নি বলেন, ‘গত ফেব্রুয়ারিতে আমার এজেন্ট আয়াক্সকে জানিয়েছিল যে, নতুন চ্যালেঞ্জের আশায় আমি ক্লাব ছাড়তে চাই। আমার ব্যাপারে আগ্রহী ক্লাবগুলো ভালো প্রস্তাব নিয়ে হাজির হবে, এটাও ক্লাবকে বলা হয়েছিল।’
আরও পড়ুন >> মেসি-এমবাপেকে ম্লান করে দিয়ে কথা রাখছেন নেইমার
এরপর গত জুনে ফের নিজের ইচ্ছের কথা ক্লাবকে জানান অ্যান্টনি, ‘এই জুনে ছুটির মাঝপথ থেকে অ্যামস্টারডামে এসে আমি ব্যক্তিগত আয়াক্সের নতুন ম্যানেজারকে ক্লাব ছাড়ার ইচ্ছের কথা জানাই। আমি তাদের বিষয়টি ভেবে দেখার জন্য বলি, কারণ তাদের প্রজেক্ট ছিল মাত্র ২ মৌসুমের।’
ট্রান্সফার উইন্ডো শুরুর পর আয়াক্স তাকে নতুন চুক্তির প্রস্তাব দিলেও সেটা ফিরিয়ে দিয়েছেন জানিয়ে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বলেন, ‘উইন্ডো শুরুর পর ক্লাবের সঙ্গে আমার আলোচনা হয়েছে। তখন তারা আমাকে নতুন চুক্তির প্রস্তাব দেয়। তবে আমি আরও একবার পরিস্কারভাবে জানিয়ে দেই যে, আমি ক্লাব ছাড়তে চাই।’
আরও পড়ুন >> নেইমার-এমবাপে ভাই ভাই, বললেন খেলাইফি
তবে এরপরও আয়াক্সের তাকে ছেড়ে দিতে অনীহার বিষয়টি বিস্মিত করেছে অ্যান্টনিকে। এক্ষেত্রে ক্লাবের যুক্তিকেও আমলে নিচ্ছেন না তিনি, ‘আজ ক্লাবের সঙ্গে বৈঠকে ক্লাব ছাড়ার পুরনো ইচ্ছের কথা আবারও ব্যক্ত করি। এবার ভালো একটা প্রস্তাবও রয়েছে তাদের সামনে, অথচ তারা এখন বলছে, আমাকে রিপ্লেস করার জন্য মাত্র ৫ দিন আছে (সেজন্য তারা আমাকে ছাড়তে রাজি নয়)।’
আয়াক্সে যার অধীনে সাফল্য পেয়েছিলেন অ্যান্টনি, সেই এরিক টেন হাগ এখন ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্বে। ইউরোপীয় সংবাদমাধ্যমের খবর, অ্যান্টনি দলে পেতে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইউনাইটেড। সেজন্য তারা ৯০ মিলিয়ন ইউরোর একটি প্রস্তাবও আয়াক্সকে দিয়েছে, যদিও সেই প্রস্তাব আয়াক্স গ্রহণ করেনি।
আরও পড়ুন >> বিশ্বকাপের আগে ২ বছরের জেল হয়ে যেতে পারে নেইমারের
২০২০ সালে পাঁচ বছরের চুক্তিতে ১৩ মিলিয়ন ইউরোর বিনিময়ে ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলো থেকে আয়াক্সে পাড়ি জমান অ্যান্টনি। অল্প সময়ের মধ্যেই ইউরোপীয় ফুটবল বোদ্ধা থেকে শুরু করে সাধারণ ফুটবল অনুরাগীদের নজর কেড়েছেন ২২ বছর বয়সী এই ব্রাজিলিয়ান। ডাচ ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ৮২ ম্যাচ খেলে ২৫ গোল করেছেন তিনি। চলতি মৌসুমেও আছে দারুণ ছন্দে, ৩ ম্যাচে করেছেন ২ গোল।
এইচএমএ