এশিয়া কাপে বাছাইপর্ব পেরিয়ে ভারত-পাকিস্তানের সঙ্গী হলো যে দেশ
এশিয়া কাপের টিকিট পেল হংকং। বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে এবারের আসরের স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে এশিয়া কাপে জায়গা করে নিয়েছে পূর্ব এশিয়ার এই নগর-রাষ্ট্র।
মূল আসরে ভারত এবং পাকিস্তানের সঙ্গে গ্রুপ ‘এ’তে খেলবে হংকং। ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় তারা। প্রথম ব্যাটিংয়ে নেমে অধিনায়ক সি রিজওয়ান (৪৯) এবং জাওয়ার ফরিদের (৪১) চল্লিশোর্ধ্ব ইনিংস দুটিতে ভর করে ১৯.৩ ওভার সবকটি উইকেট হারিয়ে ১৪৭ রান স্কোরবোর্ডে তুলতে সমর্থ হয় আমিরাত।
আরও পড়ুন >> এশিয়া কাপ আয়োজন করবে বাংলাদেশ
জবাবে ব্যাট করেতে নেমে এক ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় হংকং। ওপেনার ইয়াসিম মুরতাজা এবং অধিনায়ক নিজাকাত খানের ৮৫ রানের উদ্বোধনী জুটিতে ভালো শুরু পায় তারা। ৩৯ বল থেকে ৩৯ রান করে অফ স্পিনার বাসিল হামিদের শিকার হয়ে ফেরেন অধিনায়ক নিজাকাত। তবে অপর প্রান্তে তখনো অবিচল মুরতাজা। ঝড়ো ব্যাটিং থেকে ৩৫ বলে অর্ধশতক তুলে নেন এই ব্যাটসম্যান। শেষ পর্যন্ত ব্যক্তিগত ৫৮ রানে পেসার জুনায়েদ সিদ্দিকের বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরের পথ ধরেন তিনি। ৪৩ বলে খেলা তার ইনিংসটিতে ছিল ৭টি চার এবং ১টি ছয়ের মার।
— AsianCricketCouncil (@ACCMedia1) August 24, 2022
বাছাইপর্বে শতভাগ জয় নিয়ে মূলপর্বে জায়গা করে নিয়েছে হংকং। বাছাইপর্বের প্রথম ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ৮ রানে জয়ে পেয়েছিল তারা। দ্বিতীয় ম্যাচে অবশ্য কুয়েতকে দাপটের সঙ্গে ৮ উইকেটের হার উপহার দিয়েছিল নিজাকাত খানের দল। শেষতক স্বাগতিকদের মূল পর্বের দৌড় থেকে ছিটকে দিয়ে এশিয়া কাপের টিকিট কেটেছে তারা।
আরও পড়ুন >> দিনে ১০০-১৫০ ছক্কা মেরে এশিয়া কাপ প্রস্তুতি পাক ব্যাটসম্যানের
৩১ আগস্ট ভারতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে হংকংয়ের এশিয়া কাপ মিশন। আর ২ সেপ্টেম্বর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে তারা।
এশিয়া কাপ ২০২২
গ্রুপ ‘এ’
ভারত, পাকিস্তান, হংকং
গ্রুপ ‘বি’
বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা
এইচএমএ/এটি