ব্রাজিলিয়ান ক্যাসেমিরোকে রিয়াল থেকে ছিনিয়ে নিচ্ছে ম্যানইউ!
গেল মৌসুমে রেকর্ড ১৪তম বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে রিয়াল মাদ্রিদ, জিতেছে রেকর্ড ৩৫তম লিগ শিরোপাও। দুই শিরোপাজয়ে দলে বড় ভূমিকাই ছিল ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরোর। সেই ক্যাসেমিরোকেই কি-না চলতি দলবদলে ছিনিয়ে নেওয়ার দুয়ারে আছে ম্যানচেস্টার ইউনাইটেড!
দিনদুয়েক আগে ইউনাইটেডের প্রতিনিধি দলকে দেখা গিয়েছিল মাদ্রিদে, তখনই তাকে প্রস্তাব দেওয়া হয়েছে ইউনাইটেডে যাওয়ার। ইএসপিএন এবার জানাচ্ছে, ইউনাইটেডের এই প্রস্তাব নিয়ে ভালোভাবেই ভাবছেন ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার।
আরও পড়ুন>> নেইমারকে চাইছে রিয়াল মাদ্রিদ!
চলতি সপ্তাহ শেষের আগেই সিদ্ধান্ত নিতে চান তিনি। তারই অংশ হিসেবে এই বিষয়ে গত বুধবার সন্ধ্যায় ক্যাসেমিরোর সঙ্গে রিয়াল মাদ্রিদের কথা হয়েছে। এবার ক্যাসেমিরো কথা বলবেন কোচ কার্লো অ্যানচেলত্তির সঙ্গে।
গেল মৌসুমে দারুণ পারফর্ম করলেও ক্যাসেমিরোর এই মৌসুমে দলে জায়গা পড়ে গেছে অনিশ্চয়তায়। চলতি দলবদলেই রিয়াল দলে ভিড়িয়েছে ফরাসি মিডফিল্ডার অহেলিয়াঁ চুয়ামেনিকে। আলমেরিয়ার বিপক্ষে লিগের প্রথম ম্যাচে ক্যাসেমিরোর জায়গায় চুয়ামেনিই খেলেছেন রিয়ালের হয়ে। এখানেই শেষ নয়, একই ভূমিকার আরেক মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা আছেন দলে। সব মিলিয়ে নিজের জায়গা নিয়ে সন্দেহে আছেন ক্যাসেমিরো।
আরও পড়ুন>> রিয়াল মাদ্রিদের কাছে আবারও ‘হারল’ পিএসজি
যদিও কোচ কার্লো অ্যানচেলত্তির চাওয়া এই মৌসুমেও বার্নাবিউতেই থাকুন ক্যাসেমিরো। তবে ব্রাজিল মিডফিল্ডার যদি চলে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েই ফেলেন, তাহলে তাতে কোনো বাধা দেবেন না ইতালিয়ান এই কোচ।
এদিকে ক্যাসেমিরোর সঙ্গে কথা হয়ে গেলেও রিয়াল মাদ্রিদকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি ম্যানচেস্টার ইউনাইটেড। রিয়ালের কাছের সূত্র ধরে ইএসপিএন জানাচ্ছে, ৬২৭ কোটি টাকার প্রস্তাব যদি রেড ডেভিলরা দেয়, তাহলে রিয়ালের পক্ষ থেকেও কোনো আপত্তি থাকবে না।
আরও পড়ুন>> রিয়াল মাদ্রিদে খেলতে চান পিএসজির আর্জেন্টাইন মিডফিল্ডার
মৌসুমের শুরুতে অবশ্য পরিস্থিতিটা এমন ছিল না ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারের। রিয়াল মাদ্রিদ ছাড়ার কোনো ইচ্ছাই ছিল না তার। তবে মৌসুম শুরুর পর প্রথম লা লিগা ম্যাচে তার জায়গায় চুয়ামেনির একাদশে থাকা, তার সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের বিশাল বেতনের প্রস্তাব তার মনোভাব বদলে দিতে বড় প্রভাব ফেলেছে।
রিয়ালের হয়ে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন ক্যাসেমিরো। দলটির সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত তার চুক্তি বলবত আছে।
এনইউ