সৌদি আরবকে হারিয়ে আরও এক পদক জিতল বাংলাদেশ
তুরস্কের কোনিয়ায় ইসলামিক সলিডারিটি গেমসের নবম দিনে সকালেই সুখবর পেল বাংলাদেশ। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছে। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ সৌদি আরবকে ৬-০ সেট পয়েন্ট হারিয়েছে। রিকার্ভ পুরুষ দলে বাংলাদেশের হয়ে খেলেছেন রোমান সানা, সাগর ও আব্দুল হাকিম রুবেল।
একই সাথে রিকার্ভ মহিলা দলগত খেলা চলছিল। সেই খেলায় বাংলাদেশ উজবেকিস্তানকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ জেতে। রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে বাংলাদেশের হয়ে খেলেছেন দিয়া সিদ্দিকী, বিউটি রায় ও নাসরিন আক্তার।
বাংলাদেশ এই ইভেন্টে ফাইনালে খেলতে পারত। সেমিফাইনালে ইন্দোনেশিয়ার বিপক্ষে শুট অফে হেরে যায় বাংলাদেশ।
কিছুক্ষণ পর বাংলাদেশ নারী কম্পাউন্ড দল স্বর্ণের লড়াইয়ে নামবে। কম্পাউড নারী দলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন রোকসানা, শ্যামলী ও পুষ্পিতা জামান।
সকালে অনুষ্ঠিত কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়। মালয়েশিয়ার বিপক্ষে ২২৭ পয়েন্টে সমতা ছিল। শুট অফে বাংলাদেশ মালয়েশিয়ার কাছে ২৯-২৫ পয়েন্টে হারে।
এজেড/এনইউ/এটি