সাঁতারে হিট থেকেই আসিফের বিদায়
গত ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশ শুটিং ইভেন্টে স্বর্ণ জিতেছিল। এবার রাইফেল ইভেন্ট না থাকায় বাংলাদেশের শুটিংয়ে পদকের সম্ভাবনা কমে। স্কিট ইভেন্টে বাংলাদেশ আজ বিদায় নিয়েছে। এদিকে সাঁতারে ৫০ মিটার ফ্রি স্টাইলের হিট থেকে বাদ পড়েছেন বাংলাদেশের আসিফ রেজা।
শুটিংয়ে স্কিট ইভেন্টে বাংলাদেশের দুই শুটার ৩০ ও ৩২তম পজিশন অর্জন করেছেন। নুর উদ্দিন ১০৭ স্কোর নিয়ে ৩০ এবং সাব্বির হাসান ১০৫ পয়েন্ট নিয়ে ৩২তম হন। এই ইভেন্টে বাংলাদেশের শুটাররা আন্তর্জাতিক অঙ্গনে সেভাবে অংশগ্রহণ করেন না।
আজ বাংলাদেশের সাঁতার ইভেন্টও ছিল। পুরুষ ৫০ মিটার ফ্রি স্টাইলের হিট থেকে বাদ পড়েছেন বাংলাদেশের আসিফ রেজা। তিন নম্বর হিটে আসিফ ২৪ দশমিক ৬১ সেকেন্ড সময় নিয়ে ৮ জনের মধ্যে হয়েছেন তৃতীয়। তিনি সেমিফাইনালে উঠতে পারেননি। কমনওয়েলথ গেমসে এই ইভেন্টে আসিফ সাঁতার শেষ করেছিলেন ২৪ দশমিক ৬৭ সেকেন্ডে।
বাংলাদেশের কারাতে দল কোনিয়া এসে পৌছেছে। বাংলাদেশের এখন আরচ্যারি ও কারাতে ডিসিপ্লিন রয়েছে গেমসে।
এজেড/এইচএমএ