আফিফকে কেন উপাধি দিতে চান না তামিম?
মিস্টার ডিপেন্ডবল, সাইলেন্ট কিলার, আনসাং হিরো, স্পিড স্টার- বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের উপাধি এগুলো। এমন আরো অনেক বিশেষণ যুক্ত আছে বিভিন্ন ক্রিকেটারের নামের পাশে। তাদের সবাই এসব উপাধি আর খেতাব পেয়েছেন নিজেদের পারফরম্যান্স গুণে। তেমনি আফিফ হোসেনের নামের পাশেও যোগ করা হচ্ছে ‘ক্রাইসিস ম্যান’ শব্দটি। যা পছন্দ হচ্ছে না ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের।
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে জয়ের পর হারারেতে সংবাদ মাধ্যমকে তামিম বলছিলেন, ‘তাকে কোনো উপাধি না দেই, এখনই খেতাব দেওয়া তাড়াহুড়া হয়ে যাবে। তার ইউনিক কোয়ালিটি আছে যা খুব বেশি মানুষের নেই। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে ও যখন ব্যাটিংয়ে আসে তখন আমরা চাপে ছিলাম এবং সে ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ধরনের খেলোয়াড়দের ক্ষেত্রে অনেক সময় এমন হবে- একই জিনিস করতে গিয়ে আউট হয়ে যাবে।’
আরও পড়ুন >> দাপুটে জয়ে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ
আফিফকে ক্রাইসিস ম্যান বলা হচ্ছে, কারণ গুরুত্বপূর্ণ সময়ে দল যখন উইকেট হারিয়ে বিপাকে, তখন ব্যাট হাতে লড়াই করছেন তিনি। এর আগে আফগানিস্তানের বিপক্ষে চট্টগ্রামে হারের দোরগোড়া থেকে একটি ম্যাচ জেতান এই বাঁহাতি। জিম্বাবুয়েতে দলের প্রয়োজনে দ্বিতীয় ওয়ানডেতে খেলেন ৪১ ও আজ বুধবার শেষ ম্যাচে খেলেন ৮১ বলে ৮৫ রানের অপরাজিত এক ইনিংস।
তামিম মনে করছেন, এখনি কোনো উপাধি যোগ করলে সেই চাপ সইতে না পেরে নিজের সহজাত স্বভাব হারিয়ে বসতে পারেন আফিফ।
আরও পড়ুন >> ‘বাংলাদেশের ১৬ কোটি মানুষ ওয়ানডে ভালোবাসে’
তামিমের ব্যাখ্যা, ‘এরপর আমরা বলব এটা কী করল? আমি চাই না সে তার কোয়ালিটি হারাক। যেভাবে সে ব্যাট করতে চায় করুক, এটা দারুণ। এখনও তার ক্যারিয়ারের শুরু। আশা করি দারুণ এক ক্যারিয়ার হবে তার। তবে এখনই কোনো নাম দেওয়া ঠিক হবে না।’
টিআইএস/এইচএমএ