বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে অধিনায়ককে বিশ্রাম দিলো জিম্বাবুয়ে
টি-টোয়েন্টিতে দাপট দেখিয়ে বাংলাদেশকে সিরিজ হারের লজ্জা উপহার দিয়েছে জিম্বাবুয়ে, সেটাও আবার দলের সেরা দুই পেসারকে না নিয়েই। টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর এবার ওয়ানডের লড়াইয়ে নামছে দুই দল। এই সিরিজের আগে জিম্বাবুয়ে বিশ্রাম দিয়েছে তাদের নিয়মিত অধিনায়ক ক্রেইগ আরভিনকে। এখানেই শেষ নয়, অভিজ্ঞ শন উইলিয়ামসকেও বিশ্রাম দিয়েছে জিম্বাবুয়ে।
আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। নিয়মিত অধিনায়ককে বিশ্রাম দেওয়ার কারণ শেষ কিছু দিনে তিনি বেশ কিছু ছোট চোট নিয়ে ভুগছিলেন তিনি। তার বদলে রেজিস চাকাভাকে অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে স্বাগতিকরা। তার নেতৃত্বেই জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজে লড়বে বাংলাদেশের বিপক্ষে।
অলরাউন্ডার শন উইলিয়ামসকে বিশ্রাম দেওয়ার কারণ হিসেবে জানানো হয়েছে, ব্যক্তিগত কারণে ছুটি দেওয়া হয়েছে তাকে। এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের বদলি হিসেবে তাকুজওয়ানাশে কাইতানো আর তারিসাই মুসাকান্দাকে ১৫ সদস্যের দলে নিয়েছে জিম্বাবুয়ে।
এই দুই পরিবর্তন বাদে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডটাই রেখে দিয়েছে স্বাগতিকরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ৫ আগস্ট। এরপর ৭ আর ১০ আগস্ট সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে হারারেতে।
১৫ সদস্যের জিম্বাবুয়ে দল-
রেজিস চাকাভা (অধিনায়ক), রায়ান বার্ল, ব্র্যাডলি ইভান্স, লুক জংওয়ে, ইনোসেন্ট কাইয়া, তাকুজওয়ানাশে কাইতানো, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, টনি মুনইয়োঙ্গা, তারিসাই মুসাকান্দা, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা।
এনইউ