মাহমুদউল্লাহকে দলে নেওয়া হবে জানতেন না পাপন
ততক্ষণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভা শেষে প্রেস ব্রিফিং শেষ করেছেন নাজমুল হাসান পাপন। অফিসিয়াল কথাবার্তার পর সৌজন্য আলাপচারিতায় এক বোর্ড পরিচালক তো রীতিমত অগ্রিমূর্তি ধারণ করলেন। উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বললেন, ‘কোথায় বলা হয়েছে মাহমুদউল্লাহকে বাদ দেওয়া হয়েছে? তাকে তো শুধুমাত্র জিম্বাবুয়ে সিরিজে বিশ্রামের কথা বলা হয়েছে।’
সেই পরিচালকের এমন ক্ষোভের কারণ, গত কয়েকদিন ধরেই সংবাদমাধ্যমে চর্চা হচ্ছে, বিশ্রামের আড়ালে বাদ দেওয়া হয়েছে মাহমুদউল্লাহকে। সংবাদমাধ্যম হয়ে সমর্থক মহলে এমনি বার্তা পৌঁছেছে।
আরও পড়ুন>> পাপনের বিস্ফোরক মন্তব্যের জবাব দিলেন তামিম
কিন্তু এতকিছুর পরেও বিশ্রামে যাওয়া মাহমুদউল্লাহকে ফেরানো হয় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে, চোট আক্রান্ত নুরুল হাসান সোহানের বদলি খেলোয়াড় হিসেবে। মাহমুদউল্লাহকে ফিরিয়ে যেন একধরণের বার্তা দিতে চেয়েছে বোর্ড।
আজ বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের সভা শেষে সভাপতি নাজমুল হাসান পাপন বলছিলেন, ‘৫-৬ নম্বরে ব্যাট করার মতো নাকি ব্যাকআপ ক্রিকেটার স্কোয়াডে ছিল না। একজনও ছিল না খেলার মত। সোহানের বদলি তাদের কাছে ছিল না। ওদের কাছে ওপেনার ছিল, কিন্তু ৫-৬ নম্বরের কেউ ছিল না। এজন্য রিয়াদকে নিয়েছে। আমি এটার ভালো দিকও দেখি। চিন্তাভাবনা ছিল যে রিয়াদ বাদই পড়ে গেল কি না, এমন অনেক কথাবার্তা হয়েছে। ও যে বাদ পড়েনি এটাও এখন স্পষ্ট হল। ও এখনও আছে।
আরও পড়ুন>> সাকিবকে যখন দরকার, তখন আমরা পাই না : পাপন
মাহমুদউল্লাহর বিশ্রাম সংক্রান্ত পুরো ব্যাপারটা খোলাসা করেন পাপন, ‘আমি ব্রেকের কথা বলেছি? মনে পড়ছে না। আমার মনে হয়েছে অধিনায়কত্ব থেকে বিরতি দরকার। চাপ কমানোর জন্য। যেটা আমরা মুমিনুলের ক্ষেত্রে করেছি। তাই বলে বাদ পড়েনি কেউ এখনো। শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আপনাদের এটুকু বলতে পারি।’
তবে বিশ্রামে থাকা মাহমুদউল্লাহকে যে জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি দলেই আবার ডাকা হবে এটি জানতেন না বোর্ড সভাপতি।
আরও পড়ুন>> বেটিং প্রতিষ্ঠানে চুক্তি করে বিসিবির নোটিশ পাচ্ছেন সাকিব
পাপন বলেন, ‘আবার কেন রিয়াদকে নেওয়া হল দলে আমি বলতে পারব না। এটা বলা কঠিন। ওখানে যারা আছে তারা ভালো বলতে পারবে। আমি দলের সাথে থাকলে ভালো বলতে পারতাম। নাহয় ওদের সাথে কথা বললে বোঝা যাবে। রিয়াদকে দলে নেওয়া ছিল শেষ মিনিটের সিদ্ধান্ত। আমি জেনেছি একদম শেষ মুহূর্তে। ততক্ষণে ঘোষণা করে দিয়েছে রিয়াদ স্কোয়াডে যুক্ত হচ্ছে।’
টিআইএস/এনইউ