কোহলি সুযোগ পাবেন না এশিয়া কাপের দলেও!
ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারছেন না বিরাট কোহলি। হোক জাতীয় দল কিংবা আইপিএল, কোহলির ব্যাট হাসছে না কোথাও। বাজে ফর্মের কারণে ভারতীয় দলে তার জায়গাও নড়বড়ে হয়ে গেছে। অনেক সাবেকই প্রশ্ন তুলছেন দলে কোহলির ‘অটোমেটিক’ অন্তর্ভুক্তি নিয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ হতে পারত ফর্মে ফেরার ক্ষেত্রে বড় সুযোগ। তবে ওয়েস্ট ইন্ডিজের পর জিম্বাবুয়ে সিরিজেও খেলা হচ্ছে না তার।
পাকিস্তানের সাবেক ক্রিকেটার দানিশ কানেরিয়ার বিশ্বাস, এমনটা চলতে থাকলে আসন্ন এশিয়া কাপটাও দর্শকসারি থেকেই উপভোগ করতে হতে পারে তাকে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে কোহলির থাকা উচিৎ ছিল বলে মনে করেন সাবেক এই স্পিনার, ‘ভারতের ইশান কিশানকে দলে নেওয়া উচিত ছিল না, তার পরিবর্তে কোহলির দলে থাকা উচিত ছিল। বিরাট কোহলির থাকা উচিত ছিল এই দলে। সিরিজে খেলা উচিত ছিল। বিসিসিআই কি মনে করে তার শুধু বড় টুর্নামেন্টেই খেলা উচিত? কিন্তু সেখানে ব্যর্থ হলে আবারও তার খারাপ ফর্ম নিয়ে আলোচনা হবে।’
বিরাট কোহলিকে নিয়ে বিসিসিআইয়ের পরিকল্পনা নিয়ে ধোঁয়াশা রয়েছে বলেও মত কানেরিয়ার। যার ফলে আসন্ন এশিয়া কাপে তার দলে সুযোগ নিয়েও সন্দিহান এই সাবেক ক্রিকেটার, ‘আপনাকে খুব স্পষ্ট হতে হবে যে আপনি কীভাবে তাকে পরিচালনা করতে চান। বিরাটকে গোটা ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম দেওয়া হল, তবে জিম্বাবুয়ে সিরিজের জন্য অবশ্যই তার দলে থাকা উচিত ছিল। সে ৫০ ওভার খেলবে। আমি আমার ফর্ম খুঁজে পেতে পারতাম এবং তারপর এশিয়া কাপে খেলতে পারতাম। কিন্তু এখন মনে হচ্ছে এশিয়া কাপেও তাকে বাদ দেওয়া হতে পারে।’
আপাতত বিশ্রামে রয়েছে কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সীমিত ওভারের সিরিজে খেলছেন না। আগামী ১৮ আগস্ট থেকে শুরু হতে যাওয়া জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলেও নেই তিনি। এমন পরিস্থিতিতে তাকে সরাসরি দেখা এশিয়া কাপে যেতে পারে বলে জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যম।
এইচএমএ/এটি