ভারতের জয়ে বাংলাদেশের ফাইনাল অপেক্ষায়
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ফাইনাল নিশ্চিত হতে পারতো আজই। এজন্য প্রয়োজন ছিল স্বাগতিক ভারতের পয়েন্ট হারানো। ভারত পয়েন্ট তো হারায়ইনি, উল্টো ৮-০ গোলে হারিয়েছে নেপালকে। গত দুই ম্যাচ দুর্দান্তভাবে জেতা নেপাল এই ম্যাচে ভারতের সামনে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।
বাংলাদেশের বিপক্ষে হেরে টুর্নামেন্ট শুরু করা ভারত নেপালকে হারিয়ে ফাইনালের পথে টিকে রইল। তিন ম্যাচ শেষে ভারত ও নেপালের পয়েন্ট সমান ছয়। বাংলাদেশ নয় পয়েন্ট নিয়ে সবার উপরে। তবে ২ আগস্ট শেষ ম্যাচে থাকছে নানা সমীকরণ।
ভারত শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে জিতলে তাদের পয়েন্ট হবে ৯। নেপালও যদি বাংলাদেশের বিপক্ষে জিতে তাদেরও দাড়াবে ৯ পয়েন্ট। সেক্ষেত্রে তিন দলের সমান ৯ পয়েন্ট হবে। তখন এই তিন দলের মধ্যে গোল ব্যবধান বিবেচনা করা হবে। আজ নেপাল ৮ গোলে হারায় বাংলাদেশ কিছুটা সুবিধাজনক জায়গাতেই থাকবে।
বর্তমান অবস্থায় ভারত এবং নেপালের তুলনায় বাংলাদেশ তুলনামূলক সহজ অবস্থানে রয়েছে। নেপালের বিপক্ষে ড্র হলেই বাংলাদেশের জন্য কোনো কিছু বাধা হয়ে দাড়াবে না। তবে হিমালয়ের দেশটির সঙ্গে হেরে গেলে বাড়বে জটিলতা।
এজেড/এইচএমএ