‘সেই’ শিহাবের দাপুটে বোলিংয়ে বাংলাদেশের বড় জয়
সাইক ইমতিয়াজ শিহাবের কথা মনে আছে নিশ্চয়ই, কিছুদিন আগে স্কুল ক্রিকেটে বল হাতে দাপট দেখিয়ে আলোচনায় জায়গা করে নেন এই কিশোর। লেগ স্পিন ঘূর্ণিতে রংপুর শিশু নিকেতন স্কুলকে শিরোপা এনে দেন। সেই শিহাব এবার দেশের জার্সিতেও আলো ছড়াচ্ছেন। বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের হয়ে দাপুটে পারফরম্যান্সে হয়েছেন ম্যাচ সেরা।
শিহাবের স্পিন ঘূর্ণিতে ভারতের আসাম অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে প্রথম ৩ দিনের ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। ৯ সেশনের খেলায় প্রায় সাড়ে ৫ সেশন হাতে রেখেই ১০ উইকেটে জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট নিয়েছেন শিহাব।
আরও পড়ুন >> ‘আমরা বাংলাদেশি, চাইলেও আন্দ্রে রাসেল বা পোলার্ড হতে পারব না’
প্রথম ৩ দিনের ম্যাচে গতকাল বৃহস্পতিবার আগে ব্যাটিং করে প্রথম ইনিংসে ৭৭ রান তোলে আসাম। বোলিংয়ে একাই ৪ উইকেট নেন শিহাব। যেখানে ১০ ওভারে ৫ মেডেনের সাহায্যে মাত্র ১৭ রান দেন।
পরে নিজেদের প্রথম ইনিংসে হাসানুরজ্জামানের ৬২ আর আব্দুল্লাহর ৪২ রানের সুবাদে ১৭৭ রান তোলে বাংলাদেশ। এতে ৮০ রানের লিড পায় সফরকারীরা।
আরও পড়ুন >> ‘বাংলাদেশে অনেক মাতামাতি, সামলাতে না পারলে খেলতে পারব না’
বাংলাদেশি বোলারদের তোপের মুখে নিজেদের দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারেনি আসাম। ৮০ রান করতেই ইনিংস গুটিয়ে যায় তাদের। এবার রাতুল ৪টি ও শিহাব, তামিম আর রাজিন নেন ২টি করে উইকেট। ৪ রানের লক্ষ্য পেয়ে সহজেই জয় তুলে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল।
টিআইএস/এইচএমএ