আর্জেন্টিনার কোপা জয়ের আরও এক নায়ককে দলে ভেড়াল অ্যাটলেটিকো
অ্যাটলেটিকো মাদ্রিদে আগেই খেলতেন আর্জেন্টাইন ফরোয়ার্ড আনহেল কোররেয়া। এরপর গেল বছর কোপা আমেরিকা জিতিয়ে মাদ্রিদে তার সঙ্গী হন রদ্রিগো ডি পল। এবার আর্জেন্টিনার কোপা জয়ের আরও এক নায়ককে দলে ভেড়াল ক্লাবটি। ৫ বছরের চুক্তিতে নাহুয়েল মলিনাকে দলে টেনেছে অ্যাটলেটিকো। তাকে কিনতে প্রায় ১৯২ কোটি টাকা খরচ হয়েছে স্প্যানিশ ক্লাবটির।
গুঞ্জনটা বহুদিন ধরেই চলছিল। আনুষ্ঠানিক ঘোষণার আগেই রদ্রিগো ডি পল নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাগত জানিয়ে ফেলেছিলেন আর্জেন্টাইন সতীর্থকে। পরে অবশ্য তা সরিয়েও নিয়েছিলেন তিনি। অবশেষে আজ এসেছে আনুষ্ঠানিক ঘোষণা, ইতালিয়ান ক্লাব উদিনেসে থেকে অ্যাটলেটিকোয় যোগ দিয়েছেন মলিনা।
আজ বৃহস্পতিবার দেওয়া সে ঘোষণায় অবশ্য তার জন্য কত ট্রান্সফার ফি দিতে হচ্ছে, সেটা জানায়নি অ্যাটলেটিকো মাদ্রিদ কর্তৃপক্ষ। তবে স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে তার জন্য ২ কোটি ইউরো বা ১৯২ কোটি বাংলাদেশি টাকা খরচ হয়েছে তাদের।
২৪ বছর বয়সী এই ডিফেন্ডার সাধারণত খেলেন রাইটব্যাক পজিশনে। তবে গেল মৌসুমে উদেনেসেতে তিনি খেলেছেন আরেকটু আক্রমণাত্মক ভূমিকায়, উইংব্যাক পজিশনে। ৭ গোল আর ২ অ্যাসিস্ট করে তিনি জানিয়েছেন, কাজটা নেহায়েত মন্দ পারেন না তিনি। সেজন্যেই তার ওপর চোখ পড়ে অ্যাটলেটিকোর। অবশেষে পেয়েও গিয়েছে তাকে।
দলটিতে যোগ দিয়ে মলিনা বলেন, ‘আমার ক্যারিয়ারের এই পদক্ষেপের জন্য আমি বেশ খুশি। অ্যাটলেটিকো আমাকে দলে ভেড়াতে চাইবে, আর এখানে এসে খেলতে পারব, এটা একটা স্বপ্নের মতো বিষয়। আমার দিক থেকে আমি সবসময়ই দায়িত্ব নিয়ে খেলতে চাইব, সবকিছু উজার করে দিয়ে আমি ক্লাবের প্রতিনিধিত্ব করতে চাইব।’
চলতি মৌসুমে এই নিয়ে তৃতীয় খেলোয়াড় দলে ভেড়াল কোচ ডিয়েগো সিমিওনের দল। এর আগে উইঙ্গার স্যামুয়েল লিনো, আর মিডফিল্ডার অ্যাক্সেল উইটসেলকে দলে ভেড়ায় ক্লাবটি। মলিনাকে দলে নেওয়া হয়েছে দলটির ফাঁকা হয়ে থাকা রাইটব্যাকের জায়গাটি পূরণে। ডিয়েগো সিমিওনে চলতি বছরের জানুয়ারিতে রাইটব্যাক কিয়েরান ট্রিপিয়ারকে হারিয়েছিলেন নিউক্যাসলের কাছে।
বোকা জুনিয়র্সের যুব দল থেকে উদিনেসে যোগ দিয়ে মলিনা খেলেছিলেন ৭০ ম্যাচ। দারুণ পারফর্ম্যান্সের কারণে তিনি চোখে পড়ে গিয়েছিলেন কোচ লিওনেল স্ক্যালোনিরও। ২০২১ সালে তিনি ডাক পান আর্জেন্টিনা দলে। ২৮ বছর পর কোপা আমেরিকা জয়ে বড় অবদান রেখেছিলেন তিনি।
তার নতুন জীবন এবার শুরু হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদে, যারা তাদের নতুন মৌসুমের প্রথম আনুষ্ঠানিক ম্যাচ খেলবে আগামী মাসের মাঝামাঝিতে। লা লিগার প্রথম ম্যাচে আগামী ১৫ আগস্ট গেটাফের মাঠে খেলবে রোহিব্ল্যাঙ্কোরা।
এনইউ