ক্ষমতার ফাঁদে পড়ে গেছেন, এখন প্রাণ গেলেও গদি ছাড়বেন না
উপমহাদেশে ক্রিকেট কর্তাদের সঙ্গে খেলোয়াড়দের মনোমালিন্যের বিষয়টি নতুন নয়। বাংলাদেশে কিছুদিন আগেও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং তামিম ইকবালের মধ্যে মন কষাকষির আভাস পাওয়া গিয়েছিল। ভারতে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীর সঙ্গে অফ ফর্মের কারণে সমালোচনার মুখে থাকা বিরাট কোহলির দ্বন্দ্বর বিষয়টিও এখন প্রকাশ্য।
পাকিস্তানে বোর্ড কর্তাদের সঙ্গে বর্তমান ও সাবেক খেলোয়াড়দের বাকবিতণ্ডা তো নিত্যদিনের ঘটনা। সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বর্তমান সভাপতি রমিজ রাজার দিকে সমালোচনার তীর ছুঁড়েছেন দেশটির তারকা পেসার মোহাম্মদ আমির। রমিজ পিসিবির দায়িত্ব নেওয়ার পর অবসর ভেঙে ক্রিকেটে ফেরার আশায় বুক বেঁধেছিলেন এই পেসার। সেজন্য নিজের অবসর প্রত্যাহারও করেছিলেন।
আরও পড়ুন >> ঘোর দুর্দিনে বাবরকে পাশে পেলেন কোহলি
তবে পিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর আমিরকে দলে ফেরানোর ব্যাপারে মোটেই আগ্রহ দেখাননি রমিজ। এই বিষয়টিই পোড়াচ্ছে পাকিস্তানের হয়ে ১৪৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলা আমিরকে। সম্প্রতি পাকিস্তানি টিভি চ্যানেল সামা’র সঙ্গে আলাপচারিতায় এক প্রশ্নের জবাবে রমিজের উপর ক্ষোভ উগড়ে দেন তিনি, ‘আপনারা তো জানেন, আমার সঙ্গে রমিজ রাজার বহু পুরনো প্রেম, যেটা শেষ হবে না। এটা বোঝা উচিত যে, উনি যখন দায়িত্বে আসেন আমি কেন অবসর প্রত্যাহার করি। আমার মনে হয় না আমাকে নিয়ে ওনার যা অবস্থান, তাতে এমন পরিস্থিতিতে কথা বলা উচিত হবে।’
রমিজ রাজা ক্ষমতার লোভে পড়েছেন উল্লেখ করে আমির বলেন, ‘লোকেদের এটা শুনতে হয়তো খারাপ লাগবে যে, অন্যের জন্য নিজের অবস্থান বদলানো কঠিন। তবে নিজের জন্য সহজেই অবস্থান বদলানো যায়। আমার প্রশ্নটা ঠিক এখানেই।’
আরও পড়ুন >> সুস্মিতা সেনের প্রেমে হাবুডুবু খাচ্ছেন আইপিএল প্রতিষ্ঠাতা!
‘আমি কিছু বলছি না, উনি নিজেই বলেছেন। পুরনো ভিডিও দেখলেই বুঝতে পারবেন, উনি বলেছিলেন যে, ইমরান খান গেলে আমি এক মিনিটও চেয়ারে থাকব না। এখন ওনার অবস্থান বদলে গিয়েছে। কথায় বলে, প্রাণ যায় যাক, চেয়ার যেন থাকে। চেয়ার তো সবার কাছেই প্রিয়। ওনার কাছেও চেয়ার নিশ্চই প্রিয়। মজা পাচ্ছেন বোধহয়। তাই চেয়ার আঁকড়ে রয়েছেন।’
২০২০ সালের ১৭ ডিসেম্বর আমির সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন। পাকিস্তানের হয়ে ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে এবং ৫০ টি-টোয়েন্টি খেলা এক সময়ের এই সাড়া জাগানো পেসার আন্তর্জাতিক ক্রিকেটে ২৫৯ উইকেট পেয়েছিলেন।
এইচএমএ/এটি