ওজিলকে তাড়িয়ে দিল শৈশবের ‘পছন্দের’ ক্লাব
আর্সেনাল এবং জার্মান জাতীয় দলে মেসুট ওজিলের শেষটা মোটেও সুখকর ছিল না। দুই জায়গা থেকে বিষাদময় বিদায়ের পর কিছুটা সুখের আশাতেই হয়ত পাড়ি জমিয়েছিলেন তুর্কি ক্লাব ফেনেরবাচে। হয়ত শৈশবের পছন্দের ক্লাবকে কিছু সাফল্য এনে দিয়ে বুট জোড়া তুলে রাখতে চেয়েছিলেন। তবে তেমনটা আর হলো কই, ফেনেরবাচ থেকেও বিতাড়িত হলেন জার্মানির বিশ্বকাপজয়ী এই ফুটবলার।
কোচের সঙ্গে বাকবিতণ্ডার জেরে গত মার্চ থেকে মাঠের বাইরে ছিলেন ওজিল। এবার দলে টানার ১৮ মাস পর তার সঙ্গে চুক্তিটাই বাতিল করে দিয়েছে ক্লাব। সোমবার (১১ জুলাই) তুরস্কের টিভি চ্যানেল এনটিভি স্পর জানিয়েছে, ৩৩ বছর বয়সী ওজিলের সঙ্গে চুক্তি বাতিল করে দিয়েছে তুর্কি সুপার লিগ ক্লাব ফেনেরবাচ।
আরও পড়ুন >> ‘শৈশবের ভালোবাসার ক্লাবেই’ ক্যারিয়ারের ইতি টানবেন ওজিল
মার্চে নিজের সবশেষ ম্যাচে ফেনেরবাচের অধিনায়কত্ব করেছিলেন ওজিল। তবে সেই ম্যাচে মাঝ বিরতির সময় তাকে তুলে নেওয়ার পরই কোচের সঙ্গে কথা কাটাকাটি হয় তার।
— NTV Spor (@ntvspor) July 11, 2022
চুক্তি বাতিলের পর এবার ওজিল ফুটবলকেই চিরতরে বিদায় জানাবেন বলে শোনা যাচ্ছে। গত জুনে তার এজেন্ট এরকুত সগুত বলেছিলেন, ‘আমার মনে হয় না সে (ওজিল) আর অন্য কোনো ক্লাবে খেলবে। ফেনেরবাচে খেলছে আর এটাই শেষ।’ সে সময় ফুটবল ছেড়ে দেওয়ার পর ওজিল কি করার পরিকল্পনা করছেন সে সম্পর্কেও ধারণা দিয়েছিলেন তার এজেন্ট। ফুটবল ছেড়ে পেশাদার ভিডিও গেমার হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তুর্কি বংশোদ্ভূত এই জার্মান।
এইচএমএ