মাহমুদউল্লাহ-তাসকিনদের ঈদ গায়ানায়, আশরাফুলের ইংল্যান্ডে
দেশ থেকে হাজার মাইল দূরে এবার ঈদ উদযাপন করছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজ সফরে এখন গায়ানায় অবস্থান করছেন মাহমুদউল্লাহ রিয়াদরা, সেখান থেকেই ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারা।
গায়ানায় রোববার (১০ জুলাই) থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তার আগের দিন নিজেদের হোটেলে ঈদ উদযাপন করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। সেখান থেকে তাদের পাঠানো ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আরও পড়ুন >> ঈদের রাতে বাংলাদেশের ওয়ানডে পরীক্ষা
ভিডিও বার্তায় ঈদের শুভেচ্ছা জানিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের অপধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা। আশা করি, পরিবারের সঙ্গে সবার ঈদ ভালো কাটবে। ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিন।’
এছাড়া ভিডিও বার্তায় বাংলাদেশ দলের দুই বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান এবং শরিফুল ইসলামও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এই বছরের দুই ঈদ-ই দেশের বাইরে করতে হচ্ছে মুস্তাফিজকে। আইপিএলে অংশ নিতে ভারতে অবস্থান করায় রোজার ঈদ সেখানেই উদযাপন করেছিলেন তিনি। এবার কোরবানির ঈদ করছেন গায়নায়। ঈদ শুভেচ্ছা বার্তায় এই বাঁহাতি পেস সেনসেশন বলেন, ‘ঈদ মুবারক। পরিবার-পরিজনদের কাটুক সবার ঈদ।’
চোট থেকে সেরে উঠে উইন্ডিজ সফর দিয়ে দলে ফেরা শরিফুল ঈদ বার্তায় বলেন , ‘সবাইকে ঈদ মুবারক। সবাইকে সুস্থ থেকে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করুন, এটাই আমাদের চাওয়া।’
আরও পড়ুন >> সাকিবকে বল না দেওয়ার সিদ্ধান্ত পক্ষে এলে প্রশ্ন উঠতো না
আগামীকাল (১০ জুলাই) বাংলাদেশে যখন ঈদ উদযাপিত হবে, তখন গায়ানায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে উইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচ।
এদিকে কাউন্টি লিগে খেলতে এখন ইংল্যান্ডে অবস্থান করছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। সেখানে এবার পরিবার-পরিজন থেকে দূরে একাকী ঈদ কেটেছে তার।
এইচএমএ