জার্সির সঙ্গে মিল রেখে মোহামেডানের কোরবানির গরু
রোববার ঈদুল আজহা। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ চলমান থাকায় কোন ক্লাব ফুটবলারদের ছুটি দেয়নি আবার অনেক ক্লাব তিন দিনের সংক্ষিপ্ত ছুটি দিয়েছে।
দেশের অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের ফুটবলাররা ক্লাবের ক্যাম্পে ঈদ উদযাপন করবেন৷ মোহামেডানের চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী অবশ্য তিন দিনের ছুটি দিয়েছে। আবাহনীর মতো রহমতগঞ্জ, বসুন্ধরা কিংস খেলোয়াড়দের খুব স্বল্প সময়ের জন্য ছুটি দিয়ে পরিবারের সঙ্গে ঈদ করার সুযোগ দিয়েছে। অন্য দিকে মোহামেডানের মতো চট্টগ্রাম আবাহনী ছুটির পরিবর্তে ক্যাম্পে খেলোয়াড়দের ঈদ উদযাপনের ব্যবস্থা করছে। মোহামেডান সাদা কালো জার্সির সঙ্গে মিল রেখে কোরবানি গরু কিনেছে।
ক্লাব ফুটবলের পাশাপাশি জাতীয় ক্যাম্প চলছে ফুটবলাঙ্গনে। সাফ অ-২০ চ্যাম্পিয়নশিপ রয়েছে ২৫ জুলাই। এই টুর্নামেন্ট উপলক্ষে আজ সকালেও অনুশীলন করেছেন ফুটবলাররা। দলটির গোলরক্ষক কোচ বিপ্লব ভট্টাচার্য বলেন, ‘আমাদের হাতে সময় খুব কম। এই সময় প্রতিটি দিন গুরুত্বপূর্ণ। এখন ছুটি দেয়া সম্ভব নয়। ঈদের দিন ফুটবলাররা ক্যাম্প থাকলেও অনুশীলন হবে না। পরের দিন আবার অনুশীলন চলবে।’
অনূর্ধ্ব পুরুষ ফুটবলারের মতো ক্যাম্পে ঈদ করবেন নারী ফুটবলাররাও। আগস্টে শেষ সপ্তাহে নেপালে সাফ চ্যাম্পিয়নশিপ। এর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। নারী দলের ক্যাম্প সম্পর্কে কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘সিনিয়র কয়েকজন ফুটবলার ছুটিতে রয়েছে। তারা ঈদের পরপরই যোগ দেবে৷ এছাড়া সবাই ক্যাম্পে। প্রতিদিন অনুশীলন হচ্ছে।’
নারী ফুটবলাররা বাফুফে আবাসিক প্রকল্পের আওতায় আসার পর থেকে অধিকাংশ ঈদ বাফুফে ভবনে করছে। বাফুফে ঈদের দিনটি রাঙিয়ে দেয়ার চেষ্টা করে। বিশেষ করে মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ঈদের দিন দুপুরের পর মেয়েদের সাথে ঈদ বিনিময় করেন।
এজেড/এটি