চুরি হয়ে গেল কামরান আকমলের ৯০ হাজারের কোরবানির খাসি
কোরবানির জন্য ৯০ হাজার রুপি খরচ করে খাসি কিনেছিলেন পাকিস্তানি উইকেটরক্ষক কামরান আকমল। অথচ ঈদের কয়েকদিন আগে সেই খাসি তার বাড়ির সামনে থেকেই চুরি হয়ে গেল।
পাকিস্তানের লাহোরে বাস করেন কামরান আকমল। কোরবানির জন্য একদিন আগে ছয়টি খাসি কিনেছিলেন তিনি। লাহোরে নিজের হাউজিং সোসাইটিতে খাসিগুলো রাখা হয়েছিল। কামরান আকমলের বাবা জানিয়েছেন, খাসিগুলো দেখে রাখার জন্য বাড়ির কাজের একজন সহকারীকে দায়িত্ব দেওয়া হয়েছিল।
আরও পড়ুন >> মুস্তাফিজ কোরবানি দেবেন দুটি গরু, দুটি ছাগল
তবে সেই ব্যক্তি মাঝরাতে ঘুমিয়ে পড়লে তখনই চুরির ঘটনা ঘটে। আনুমানিক রাত ৩টার দিকে ছয়টি খাসির মধ্যে ‘সেরা’ খাসিটি চুরি হয়ে যায়, যেটার মূল্য ছিল ৯০ হাজার পাকিস্তানি রুপি।
— Dialogue Pakistan (@DialoguePak) July 8, 2022
হাউজিং সোসাইটি কর্তৃপক্ষকে চুরির বিষয়ে অবহিত করা হয়েছে। তারা খাসি উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন।
পাকিস্তান দলের হয়ে সর্বশেষ ২০১৭ সালে মাঠে নেমেছিলেন কামরান। এরপর থেকেই জাতীয় দলে ব্রাত্য এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
এইচএমএ