আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে স্টেডিয়াম বানাচ্ছে আফগানিস্তান

বিশ্ব ক্রিকেটে বর্তমানে অন্যতম সম্ভাবনাময় দল আফগানিস্তান। যুদ্ধ বিধ্বস্ত এই দেশটি ইতোমধ্যে পেয়েছে টেস্ট স্ট্যাটাসও। যদিও নিজেদের দেশে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারে না তারা। এর অন্যতম বড় কারণ তাদের অবকাঠামোগত সমস্যা।
এবার নিজেদের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে রাজধানী কাবুলে স্টেডিয়াম নির্মাণ করছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। জায়গাও চূড়ান্ত হয়ে গেছে। আলুখালিতে ১ লাখ বিশ হাজার স্কয়ার মিটার জায়গায় তৈরি হওয়া ওই স্টেডিয়ামের নাম হবে কাবুল আন্তর্জাতিক স্টেডিয়াম।
এই ব্যাপারে এসিবি সভাপতি ফারহান ইউসুফ জাই ক্রিকবাজকে বলেন, ‘এই স্টেডিয়ামটি নির্মাণ হলে আমরা আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারবো। আমাদের মানুষেরা রাজধানী কাবুলের মাঝখানে আন্তর্জাতিক ক্রিকেটারদের খেলতে দেখবে।’
অত্যাধুনিক এই স্টেডিয়ামে থাকবে ফাইভ স্টার গেস্ট হাউজ, সুইমিং পুল, ইনডোর এবং আউটডোর একাডেমিসহ নানা সুবিধা। স্টেডিয়ামটির ধারণ ক্ষমতা হবে প্রায় ৩৫ হাজার।
এর আগে গত বছর নিজেদের হোম ভেন্যু ভারতের দেরাদুন থেকে লক্ষ্মৌতে স্থানান্তর করে আফগানিস্তান। ভারতের আগে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামকে নিজেদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করতো তারা।
এমএইচ