পিএসজি নয়, ফ্রান্সের ডাগআউটে চোখ জিদানের
জিনেদিন জিদানকে পেতে কম চেষ্টা চালায়নি পিএসজি। তবে ভাগ্য বোধহয় তাদের সহায় হচ্ছে না। কারণ জিদানের মন পড়ে আছে অন্য জায়গায়। ফরাসি সংবাদমাধ্যমের খবর, পিএসজি নয়, বরং ফ্রান্স জাতীয় দলের কোচ হতে মুখিয়ে আছেন জিদান।
কোচ মরিসিও পচেত্তিনোকে ছেড়ে দেবে পিএসজি, এটা বেশ পুরনো খবর। এখনো যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সেটা যেকোনো সময়ই আসতে পারে। পচেত্তিনোর উত্তরসূরি হিসেবে ক্লাবের ডাগআউটে জিদানকেই দেখতে চেয়েছিল পিএসজি কর্তৃপক্ষ। তবে জিদান পিএসজির দায়িত্ব নিতে আগ্রহী নন বলে জানিয়েছিল ইউরোপীয় সংবাদমাধ্যম।
এবার ফরাসি ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ট জানিয়ছে, পিএসজি নয়, ফ্রান্সের কোচ হতে আগ্রহী জিদান। ২০২২ বিশ্বকাপের পর দিদিয়ের দেশম ফ্রান্স জাতীয় দলের কোচের পদ থেকে সরে গেলে সেই পদে আসীন হতে চান তিনি। তবে ভবিষ্যতে কখনো পিএসজির ডাগআউটে দাঁড়ানোর সম্ভাবনার বিষয়টি একেবারে উড়িয়ে দেননি তিনি।
জিদানকে না পেয়ে এখন ফরাসি ক্লাব নিসের কোচ ক্রিস্তোফ গলতিয়েরের দিকে চোখ পিএসজির। ২০২০-২১ মৌসুমে লিলকে লিগ শিরোপা এনে দেওয়া গলতিয়ের গত মৌসুমের নিসের দায়িত্ব নিয়েছিলেন। নিসের সঙ্গে তার আরও দুই বছরের চুক্তি রয়েছে। তবে পিএসজির কাছে তাকে ছেড়ে দিতে নিসের আপত্তি নেই, সেক্ষেত্রে ক্ষতিপূরণ হিসেবে ক্লাবটি ৮ থেকে ১০ মিলিয়ন ইউরো চাইতে পারে বলেই খবর ইউরোপীয় সংবাদমাধ্যমের।
এইচএমএ/এটি