বিশ্বকাপ টিকিটের আবেদন করেননি জামাল
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া কাতার বিশ্বকাপে টিকিট ক্রয়ের জন্য বাফুফের কাছে আবেদন করেননি। ৯ মে ছিল আবেদনের শেষ দিন। আবেদনের সময়সীমা পেরিয়ে যাওয়ার পর জাতীয় দলের অধিনায়ক এই প্রতিবেদকের কাছে জানিয়েছেন তিনি টিকিটের জন্য আবেদন করেননি।
বাফুফে ফিফার কাছে টিকিট ক্রয়ের জন্য চাহিদাপত্র দিয়েছে। ফিফা থেকে এখনো আনুষ্ঠানিক নিশ্চয়তা মিলেনি কয়টি টিকিট পাবে বাংলাদেশ। বাফুফে কর্তারা সর্বনিম্ন ২০০ ও সর্বোচ্চ ২৫০ টিকিট পাওয়ার আশা করছে।
টিকিট সংখ্যা অতি সীমিত হলেও বাফুফের কাছে টিকিট ক্রয়ের জন্য আবেদন করেছেন প্রায় সাড়ে চারশ জন। অনেকে একাধিক টিকিটের জন্য আবেদন করায় টিকিটের চাহিদা সংখ্যা দাঁড়িয়েছে এক হাজারের বেশি। যা যোগানের তুলনায় কয়েক গুণ বেশি।
বাফুফে কয়েকটি ক্যাটাগরিতে টিকিট বণ্টনের ঘোষণা দিয়েছে। অনেকে আবেদন করলেও ফুটবল সংশ্লিষ্টদেরই টিকিট পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তবে জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এই টিকিটের জন্য আবেদন করেননি। হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ও কয়েকজন সাবেক জাতীয় ফুটবলার অবশ্য টিকিটের জন্য আবেদন করেছেন।
এজেড/এনইউ