রিয়াল মাদ্রিদে খেলতে চান পিএসজির আর্জেন্টাইন মিডফিল্ডার
লিওনেল মেসি ছাড়া ক্লাবের বাকি আর্জেন্টাইনদের ছেড়ে দিতে চায় ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি, কয়েকদিন আগে ইউরোপীয় সংবাদমাধ্যমে চাউর হয়েছিল এমন খবর। আনহেল দি মারিয়া, মাউরো ইকার্দি ও লিয়ান্দ্রো পারেদেসদের ফরাসি ক্লাবটিতে ভবিষ্যৎ তাই অনিশ্চিত মনে হচ্ছিল। তবে পিএসজি মিডফিল্ডার পারেদেস সেসব গুঞ্জনকে খুব একটা পাত্তা দিচ্ছেন না।
সম্প্রতি আর্জেন্টিনার টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লাব এবং কোচ তাকে নিয়ে খুশি বলে জানিয়েছেন পারেদেস, প্রত্যেক বছরই খবর বের হয় যে আমি পিএসজি ছেড়ে যাচ্ছি, তবে আমি এখানে খুশি। ক্লাব আমাকে চায়, পচেত্তিনোও (পিএসজি কোচ) আমাকে চায়।’
টিওয়াইসি স্পোর্টসের মাতিয়াস পেল্লিচ্চিওনির অপর এক প্রশ্নের জবাবে নিজের স্বপ্নের ক্লাবের কথাও জানিয়েছেন পারেদেস। ক্যারিয়ারের কোন এক সময় স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের হয়ে খেলার স্বপ্ন দেখেন জানিয়ে তিনি বলেন, ‘আমি একদিন রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে চাই। এটা অন্যতম সেরা ক্লাব। তবে প্যারিস সেন্ট জার্মেইকে আমি সম্মান করি। আমি এখানে অনেক খুশি।’
২০১৯ সালে ৪০০ কোটি টাকায় রাশিয়ান ক্লাব জেনিত সেন্ট পিটার্সবার্গ থেকে পিএসজিতে আসেন পারেদেস। কোচ মরিসিও পচেত্তিনোর বেশ আস্থাভাজন খেলোয়াড় হওয়া সত্ত্বেও তাকে পিএসজির ছেড়ে দেওয়ার গুঞ্জন সবাইকে অবাক করেছে। ফরাসি সংবাদমাধ্যমের খবর, তার ভবিষ্যৎ অপেক্ষা করছে সিরি’আতে।
এইচএমএ