আমরা রিয়াল মাদ্রিদ, পৃথিবীর সেরা দল
ইতিহাদ স্টেডিয়ামে ফল হয়ত রিয়াল মাদ্রিদের পক্ষে আসেনি, তবে খুব বড় ব্যবধানেও পিছিয়ে নেই তারা। দ্বিতীয় লেগে বার্নাবিউতে 'মাত্র' এক গোলে পিছিয়ে থেকে মাঠে নামবে কার্লো অ্যানচেলোত্তির দল। তবে পিছিয়ে থেকে শুরু করতে হবে জেনেও মাদ্রিদ ড্রেসিং রুম এই ম্যাচের আগে নির্ভার।
চ্যাম্পিয়ন্স লিগে ঐতিহাসিকভাবে ম্যানচেস্টার সিটির চেয়ে যোজন যোজন এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ। নকআউট পর্বে সফল হওয়ার মন্ত্র অন্য যেকোন দলের চেয়ে ভালো জানা ১৬ বার ফাইনাল খেলা দলটির। পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির অবস্থান ঠিক উল্টো মেরুতে। চ্যাম্পিয়ন্স লিগে প্রায় প্রতি মৌসুমেই তাদের এক গল্প, দোর্দণ্ড প্রতাপে গ্রুপ পর্ব পেরিয়ে এসে নকআউটে এসে পা হড়কায় তারা।
আর সেজন্যই হয়ত ম্যাচের আগে কোন চাপ নিচ্ছে না মাদ্রিদ ড্রেসিং রুম, রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার লুকা মদ্রিচ জানালেন, 'ড্রেসিং রুমের পরিবেশ খুব ভালো। আমরা ম্যাচের অপেক্ষায় আছি। আমরা জানি আমাদের কী করতে হবে। এটা মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। প্রথম লেগে আমরা সেরাটা দিতে পারিনি, তবে আমরা তিনটি গোল করেছি। আমাদের আরও ভালো করতে হবে। আমরা আত্মবিশ্বাসী।'
ম্যান সিটির বিপক্ষে সেমিফাইনালের মোড় ঘুরিয়ে দিতে মাদ্রিদের ইতিহাস মদ্রিচদের অনুপ্রেরণা যোগাচ্ছে, 'আমাদের কী আছে? কোয়ালিটি, অনেক আত্মবিশ্বাস। ক্লাবের ইতিহাসও এখানে একটা ভূমিকা রাখে। আমরা সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়নস লিগ জেতা দল। আমাদের এখন মাঠে দেখাতে হবে যে, আমরা রিয়াল মাদ্রিদ, পৃথিবীর সেরা দল।'
রাতে ম্যান সিটির বিপক্ষে সান্তিয়াগো বার্নাবিউতে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ।
এইচএমএ/এটি