‘গোল নয়, আমার শিরোপা চাই’
চলতি মৌসুমে কোন শিরোপা জেতা তো দূরের কথা, আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার সম্ভাবনাও প্রায় উবে গেছে। ম্যানচেস্টার ইউনাইটেডের এখন চেষ্টা, অন্তত লিগের শেষ কয়েকটা ম্যাচ জিতে ইউরোপা লিগে খেলাটা যেন নিশ্চিত করা যায়। সোমবার রাতে ব্রেন্টফোর্ডকে হারিয়ে সে পথে কিছুটা এগিয়েছে তারা। ম্যাচে দলের হয়ে প্রথম গোল করা মিডফিল্ডার ব্রুনো ফের্নান্দেস ম্যাচ শেষে বলেছেন, শুধু গোল দিয়ে হবে না, তার লক্ষ্য শিরোপা জেতা।
প্রিমিয়ার লিগে ব্রুনো ফের্নান্দেস সর্বশেষ গোল পেয়েছিলেন গত ফেব্রুয়ারিতে লিডসের বিপক্ষে। প্রায় দুই মাসেরও বেশি সময় পর আবারও গোলের ধারায় ফিরে খুশি ফের্নান্দেস, 'অনেকদিন পর গোল করলাম, অবশ্যই আমি খুশি।'
ব্রেন্টফোর্ডের বিপক্ষে গোলটি লিগে চলতি মৌসুমে তার দশম গোল। তবে গোলের সংখ্যা নিয়ে মোটেও উচ্ছ্বাস নেই এই পর্তুগিজ মিডফিল্ডারের মাঝে, 'আমার কাছে গোলের সংখ্যার দাম নেই, আমি ট্রফির সংখ্যা হিসাব করতে চাই।'
এই মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের ঘরের মাঠে শেষ ম্যাচটি ছিল ব্রেন্টফোর্ডের বিপক্ষে। শেষ ম্যাচে সমর্থকদের কিছুটা হলেও আনন্দ দিতে পেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড, দারুণ ফুটবল খেলেই ছিনিয়ে নিয়েছে জয়। ম্যাচ শেষে ফের্নান্দেসের মুখেও সেই কথা শোনা গেল, 'ঘরের মাঠে মৌসুমের শেষ ম্যাচ, আমরা (সমর্থকদের) একটা ভালো পারফরম্যান্স এবং ভালো ফল উপহার দিতে চেয়েছিলাম।'
'আমরা যেমনটা আশা করেছিলাম, আমাদের মৌসুম তেমন যায়নি। তবে আমরা চেষ্টা করছি শেষটা ভালো করার। এরপর পরের মৌসুম নিয়ে ভাবনা শুরু হবে।'
৩৬ ম্যাচ থেকে ৫৮ পয়েন্ট নিয়ে এখন প্রিমিয়ার লিগ টেবিলের ছয়ে আছে রালফ রায়নিকের দল। আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলতে এই অবস্থানটা ধরে রাখতে হবে তাদের।
এইচএমএ