‘মেসির সঙ্গে অবিচার করা হয়েছে’
এই মৌসুমে সবাইকে অবাক করে দিয়ে শৈশবের ক্লাব বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইয়ে পাড়ি জমান লিওনেল মেসি। বার্সেলোনার মতো পিএসজিতেও মেসি তার জাদু দেখাবেন, এমনটাই ছিল সবার প্রত্যাশা। কিন্তু ফরাসি চ্যাম্পিয়নদের ডেরায় মেসির প্রথম মৌসুমটা ঠিক ‘মেসির মান’র ছিল না। পিএসজিতে এক প্রকার নিজেকে হারিয়ে খুঁজেছেন তিনি। আর তাই মৌসুম শেষ তাকে ঘিরে সমালোচনা হচ্ছে বেশ, পিএসজি সমর্থকরা দলটির লিগ শিরোপা জেতা ম্যাচে যেসব খেলোয়াড়দের দুয়ো দিয়েছেন তাদের মাঝে মেসিও ছিলেন।
তবে মেসিকে নিয়ে সমালোচনার কোন অর্থ খুঁজে পাচ্ছেন না পিএসজি কোচ মেসির স্বদেশী মরিসিও পচেত্তিনো। তার মতে, এসব সমালোচনার মাধ্যমে আসলে মেসির প্রতি অন্যায়ই করা হচ্ছে, ‘মেসির পারফরম্যান্স এভাবে বিচার করা আসলে ঠিক হচ্ছে না, বরং তার প্রতি অন্যায়ই করা হচ্ছে। মেসির ব্যাপারে আপনি এভাবে কথা বলতে পারেন না। যেমন ম্যারাডোনার ব্যাপারে আমরা কথা বলি, মেসিকেও সেই সম্মানটা দিতে হবে। আমি মনে করি, মেসি এবং একই পর্যায়ের খেলোয়াড়।’
রেকর্ড দশমবারের মতো ফরাসি লিফ শিরোপা জিতেছে পিএসজি। তবে তারকায় ঠাঁসা দলটির কাছ থেকে সমর্থকদের প্রত্যাশা একটু বেশি। রুটিন ঘরোয়া সাফল্যের তাদের আশা মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট পড়বে প্রিয় দল। কিন্তু মেসি-নেইমার-এমবাপের মতো মহারথীরা দলে থাকার পরেও সেই পরম আরাধ্য চ্যাম্পিয়নস লিগ শিরোপা অধরা হয়েই থেকেছে। আর সেজন্যই এবার লিগ শিরোপা জয়ের পরও সমর্থকদের দুয়ো শুনতে হয়েছে মেসি এবং তার পিএসজি সতীর্থদের।
আগামী মৌসুমে মেসি আবার স্বরূপে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন পচেত্তিনো, ‘মেসির কোয়ালিটি নিয়ে আমার কোন সন্দেহ নাই। মেসির কাছ থেকে আমরা যেটা আশা করি, সেটা করার মতো যথেষ্ট প্রতিভা তার আছে। সে সেটা করবে। মেসির জন্য আগামী মৌসুম অন্যরকম হবে। এই মৌসুমটা ছিল মেসির জন্য মানিয়ে নেওয়ার, নতুন লিগে, নতুন সতীর্থদের সাথে। (মেসিকে নিয়ে মন্তব্য করার সময়) এই বিষয়টা মাথায় রাখতে হবে। পারিপার্শ্বিকতার পরিবর্তনের কারণে একজন খেলোয়াড়ের পারফরম্যান্সে প্রভাব পড়তে পারে।’
চলতি মৌসুমে এখন পর্যন্ত পিএসজির হয়ে ৩১ ম্যাচে মাঠে নেমেছেন মেসি, গোল করেছেন ৯ টি আর বানিয়ে দিয়েছেন ১৩ টি।
এইচএমএ