ব্যবসায়ী হলেও সাকিবের ধ্যানজ্ঞান ক্রিকেটেই
সম্প্রতি এই অলোচনাটা বেশ ডালপালা মেলেছে। সাকিব আল হাসান আগে ব্যবসায়ী পরে ক্রিকেটার, না-কি আগে ক্রিকেটার পরে ব্যবসায়ী? এই প্রশ্নের যৌক্তিকতা আছে বৈকি! ইদানিং সাকিবকে ‘ব্যবসায়ী’ ভূমিকাতেই বেশি দেখা যায়। হোটেল ব্যবসা থেকে এগ্রোফার্ম, ই-কমার্স থেকে স্বর্ণের বার। বিভিন্ন সময় একাধিক ব্যবসার সঙ্গে জড়িয়েছে তার নাম। একাধিক প্রতিষ্ঠানের মালিক হলেও ক্রিকেটেই দৃষ্টি সাকিবের।
আজ (শুক্রবার) বিকেলে রাজধানীর বনানীতে অবস্থিত নিজের একটি ব্যবসাপ্রতিষ্ঠান উদ্বোধনকালে সাকিব বলছিলেন, ‘আমার হয়ত অনেকগুলো ব্যবসা আছে। কিন্তু ওগুলোতে আমি কখনই নিজে সময় দেই না। হয়ত আমি অনুষ্ঠান বা এরকম কিছুতে আসি কিন্তু নিজে কোন অফিস বা এমন কিছু করি না। সেসব জায়গায় কোয়ালিফাইড লোক থাকে যেন কাজটা ভালোভাবে চালিয়ে নেওয়া যায়।’
একই অনুষ্ঠানে ব্যবসা একপাশে সরিয়ে আসন্ন শ্রীলঙ্কা সিরিজ নিয়েও কথা বলেন সাকিব। ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৮ মে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। দুই দলের এই সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। যেখানে সিরিজের প্রথম ম্যাচ আগামী ১৫ মে চট্টগ্রাম আর দ্বিতীয় ও শেষ টেস্ট ২৩ মে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা আছে।
এই সিরিজে শ্রীলঙ্কাকে শক্তিশালী দল মানলেও সিরিজ জয়ের প্রত্যাশা সাকিবের, ‘অবশ্যই প্রত্যাশা থাকবে ভালো করার। সিরিজটা অবশ্যই জেতার টার্গেট থাকবে আমাদের। যদিও শ্রীলঙ্কা বেশ ভালো দল। তবুও আমার মনে হয় আমাদের ভলো করার সম্ভাবনা খুব বেশি। যদিও আমাদের কন্ডিশন খুবই সিমিলার। তাও আমরা সিরিজ জয়ের আশা করছি।’
টিআইএস