এবার দেশের জন্য কিছু করতে চান কার্তিক
ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটছে দিনেশ কার্তিকের। বিশেষত ফিনিশারের ভূমিকায় এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেকে মেলে ধরেছেন তিনি। বয়স ৩০ পেরিয়ে গেলেও জাতীয় দলে ফেরার জন্য দিয়েছেন জোরালো বার্তা। এবার তিনি নিজেও জানালেন, দেশের জন্য কিছু করতে চান।
শনিবারও ব্যাট হাতে আরও একবার আলো ছড়িয়েছেন দিনেশ কার্তিক। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৩৪ বলে খেলেছেন ৬৬ রানের ইনিংস। এর মধ্যে বাংলাদেশি তারকা মুস্তাফিজুর রহমানের এক ওভারে নেন ২৮ রান। তার ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৯ রান করে তারা।
ম্যাচের সেরা দীনেশ কার্তিক জানান, ‘আমার লক্ষ্য অনেক বড়। আমি সেই কারণে কঠোর পরিশ্রমও করছি। আমার লক্ষ্য আমার দেশের হয়ে স্পেশাল কিছু করা। আমার অভিযানের অংশ এটা (এই ইনিংসটা)। ভারতীয় দলে অন্তর্ভুক্ত হওয়ার জন্য যা যা করা দরকার আমি সবটাই করছি।’
এ সময় তরুণ সতীর্থ শাহবাজ আহমেদের প্রশংসাও করেন তিনি, ‘এটা জেনে ভালো লাগছে যে লোকেরা আমার মধ্যে ধীরস্থিরভাব খুঁজে পেয়েছে। পজিশন এবং স্থিরতা হল কঠোর অনুশীলনের ফল। শাহবাজ খুব স্পেশাল এক ক্রিকেটার। ক্রিকেটার হিসেবেও স্পেশাল অনেক কিছুই করবে। যে কোন ধরনের চ্যালেঞ্জের জন্য ও প্রস্তুত। ও অনেক দূর পর্যন্ত বল মারতে পারে।’
এমএইচ/এটি