বিশ্বকাপের গ্রুপ নিয়ে ‘খুশিও নয়, অভিযোগও করবে না’ আর্জেন্টিনা
বিশ্বকাপ ২০২২ এর চূড়ান্ত গ্রুপ চলে এসেছে। আগের সব হিসাব-কিতাব ‘প্রায়’ শিকেয় তোলা হয়ে গেছে গেল মাসেই, গ্রুপ জেনে যাওয়ার পর থেকে শুরু হয়ে গেছে নতুন পরিকল্পনা, নতুন ভাবনা। গত রাতে কাতারের দোহায় আয়োজিত ড্র-তে আর্জেন্টিনার ভাগ্য নির্ধারিত হয়েছে ‘সি’ গ্রুপে। লিওনেল মেসির দলের প্রতিপক্ষ যেখানে সৌদি আরব, মেক্সিকো, ও পোল্যান্ড। এমন গ্রুপ পেয়ে অবশ্য খুবই স্বাভাবিক প্রতিক্রিয়া দেখালেন কোচ লিওনেল স্ক্যালোনি। জানালেন, এ নিয়ে ‘খুশিও নয়, অভিযোগও করবে না’ তার দল।
গতকাল কাতারে আয়োজিত এই ড্রয়ে উপস্থিত ছিলেন স্ক্যালোনি। সঙ্গে ছিলেন হ্যাভিয়ের মাসচেরানো, সার্জিও আগুয়েরোরাও। ড্রয়ের পর আর্জেন্টাইন সংবাদ মাধ্যম গিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে আর্জেন্টিনা জাতীয় দলের এই কোচ বললেন, ‘আমরা এখন অভিযোগ করতে পারি না, খুশিও হতে পারি না। আমরা ঠিকঠাক আছি।’
টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সেই প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘এটা কঠিন সব দল নিয়ে গড়া এক গ্রুপ। মেক্সিকো আমাদের পরিচিত প্রতিপক্ষ, কঠিনও। পোল্যান্ড সুইডেনকে বিদায় করে এসেছে এই গ্রুপে আর তাদের বেশ কিছু ভালো খেলোয়াড়ও আছে; আরবকে নিয়ে এই গ্রুপটা দারুণ হয়েছে। এটা একটা গ্রুপ যেখানে এমন কিছু দল আছে যাদের বিপক্ষে আমরা মনে করি ভালো খেলতে পারব, গ্রুপ পর্বটা ভালো কাটাতে পারব; তবে আমরা সবাইকে সম্মান করি।’
মেক্সিকোর বিপক্ষে আগামী সেপ্টেম্বরের আন্তর্জাতিক ফুটবলের উইন্ডোতে খেলার কথা ছিল আর্জেন্টিনার। ম্যাচটা হওয়ার কথা যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে। তবে বিশ্বকাপে একই গ্রুপে পড়ে যাওয়ার পর এখন সে ভাবনা থেকে সরে আসার ইঙ্গিত দিলেন কোচ স্ক্যালোনি। বললেন, ‘মেক্সিকোর ম্যাচটা একটা নিরাপদ প্রীতি ম্যাচ ছিল। এখন আমাদের অন্য একটা ম্যাচ খুঁজে বের করতে হবে। প্রীতি ম্যাচগুলোয় প্রতিপক্ষ গুরুত্বপূর্ণ নয়। আমার মনে হয় আমরা জানি কী করে ভালো খেলতে হয়। তবে আমি খেলে বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার পক্ষে; (বিশ্বকাপের) প্রতিপক্ষের বিপক্ষে না হলেও, অন্যদের বিপক্ষে খেলতে চাই।’
এনইউ