পাঁচ বছর পর ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে ব্রাজিল, চারে আর্জেন্টিনা
ফুটবল বিশ্বকাপ যেমন সবচেয়ে বেশি জিতেছে ব্রাজিল, ফিফা র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি সময় ১ নম্বর দল হয়ে থাকার রেকর্ডটাও তাদের। তবে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে শেষ পাঁচ বছরে দেখা যায়নি দলটিকে। সেই সময়ের ইতি টেনে নেইমাররা এবার ফিরলেন ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে। লিওনেল মেসির আর্জেন্টিনা আছে তালিকার চারে।
সবশেষ আন্তর্জাতিক বিরতিটা দারুণ কেটেছে ব্রাজিলের। নেইমার, ভিনিসিয়াসরা দারুণ ছন্দে খেলে গোল পেয়েছেন, দল টানা দুই ম্যাচে জিতেছে ৪ গোলের ব্যবধানে। তাতেই পাঁচ বছর পর ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে চলে এসেছেন নেইমাররা।
মার্চ মাসের পারফর্ম্যান্সের ওপর ভিত্তি করে এই উন্নতিটা হলো ব্রাজিলের। এই মাসে দলটি হারিয়েছে চিলি আর বলিভিয়াকে। দুই দলকেই সমান চার গোলের মালা পরিয়েছেন নেইমাররা। এমন পারফর্ম্যান্সের ফলেই ব্রাজিল ফিরেছে শীর্ষে।
ব্রাজিল শীর্ষে ফেরার পথে ছাড়িয়ে গেছে বেলজিয়ামকে। শেষ তিন বছর বেলজিয়ান দলটি ছিল ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে।
তবে শেষ কিছুদিন ধরেই নেইমাররা ঘাড়ে নিঃশ্বাস ফেলছিলেন কেভিন ডি ব্রুইনাদের। চলতি মাসের শুরুতে ৩.৫ পয়েন্টে পিছিয়ে ছিল ব্রাজিল। চলতি মাসে আয়ারল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করে বেলজিয়াম। তাতেই পয়েন্ট খোয়া যায় দলটির।
১৮২৮.৪৫ থেকে কমে দলটির পয়েন্ট দাঁড়ায় ১৮২৭। আর দুই জয়ের পর ব্রাজিলের ঝুলিতে জমা পড়ে ৯.২৭ পয়েন্ট। যার ফলে ১৮২৩.৪২ থেকে ১৮৩২.৬৯ এ গিয়ে দাঁড়ায় দলটির পয়েন্ট। তাতেই ব্রাজিল টপকে যায় বেলজিয়ামকে।
ব্রাজিল, বেলজিয়ামের পর ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ তিনে আছে ফ্রান্স। লিওনেল মেসির আর্জেন্টিনা আছে এরপর। শীর্ষ পাঁচের শেষ দল হিসেবে আছে ইংল্যান্ড। টানা দ্বিতীয় বিশ্বকাপের মূলপর্বে খেলতে ব্যর্থ হওয়া ইতালি আছে তালিকার ষষ্ঠ অবস্থানে।
এনইউ/জেএস