এ আর রহমানের কনসার্ট দেখতে লাগবে ১০ হাজার টাকা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ব্যাপক আয়োজন হাতে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু করোনার কারণে বেশির ভাগই স্থগিত করতে হয়। করোনার প্রকোপ কমে আসায় মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে কনসার্টের আয়োজন করেছে তারা।
যেখানে গাইবেন ভারতের বিখ্যাত গায়ক ও সুরকার এ আর রহমান। মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যায় মিরপুরে হবে এই কনসার্ট। এই অনুষ্ঠানের জন্য তিন ক্যাটাগরিতে ছাড়া হয়েছে টিকিট।
মাঠের ভেতরে থাকা দর্শকদের রাখা হয়েছে প্লাটিনাম ক্যাটাগরিতে। এই ক্যাটাগরিতে কনসার্ট দেখতে লাগবে ১০ হাজার টাকা। মাঠেই গোল্ড ক্যাটাগরিতে দেখতে ৫ হাজার টাকা লাগবে। এছাড়া ক্লাব হাউজে ব্রোঞ্জ ক্যাটাগরির দর্শকদের খরচ করতে হবে ১ হাজার টাকা।
টিকিট পাওয়া যাবে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইন্ডোর স্টেডিয়ামে। কনসার্টের দিন ও এর আগের দিন সকাল ১০টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত টিকিট বিক্রি করা হবে। এ আর রহমানের সঙ্গে কনসার্টে গাইবেন মমতাজ ও মাইলস। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
এমএইচ