মাঠে ফেরা এরিকসন তাকিয়ে ‘বিশ্বকাপ খেলার দিকে’
মাঠেই লুটিয়ে পড়েছিলেন মাটিতে। জীবনই পড়ে গিয়েছিল সংকটে। ফুটবল তখনও বহু দূরের পথ। ইউরোতে ক্রিশ্চিয়ান এরিকসনের হৃদরোগে আক্রান্ত হওয়া পুরো পৃথিবীকেই নাড়া দিয়েছিল। ওই ধাক্কা কাটিয়ে ক্লাবে ফিরেছিলেন আগেই, এবার ফিরলেন জাতীয় দলেও।
হৃদরোগ হওয়ার পর এই প্রথম নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ফেরেন এরিকসন। ম্যাচে গোলের দেখাও পান তিনি। ইয়োহেন ক্রইফ অ্যারেনায় ম্যাচটি ৪-২ ব্যবধানে জিতেছে তার দলও। নিজের পুরোনো ঠিকানায় পাওয়া স্বাগতে ভীষণ খুশি এরিকসন।
তিনি বলেছেন, ‘আমার মনে হয়েছে স্বাগত জানানো হয়েছে। আমি আয়াক্সের হয়ে খেলতে কয়েক বছর ছিলাম সেখানে, তারা আমাকে জানে। কিন্তু এটা অনেক হৃদয় কেড়ে নেওয়া স্বাগত জানানো ছিল।’
নিজের গোল নিয়ে এরিকসন বলেছেন, ‘আমি খুশি যে বলটা আমার কাছে এসেছিল, অবশ্যই ফিনিশিংটাও ভালো ছিল। আন্তর্জাতিক ফুটবলে এভাবে ফেরাটা একদম ঠিকঠাক হয়েছে।’
ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে এই ড্যানিশ তারকা বলেছেন, ‘আমি কাতার বিশ্বকাপ খেলার দিকে তাকিয়ে আছি কিন্তু এর মাঝখানে আরও অনেক ম্যাচ আছে। আমি সেগুলোতেই মনোযোগ দিতে চাই।’ পরে টুইটারে এরিকসন লিখেছেন, ‘বলে বোঝাতে পারবো না এই অনুভূতি আমি কত গভীরভাবে মিস করেছি।’
এমএইচ/এটি