‘নেইমারকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে’
ফুটবল মাঠের বাইরে নেতিবাচক খবরের জন্য একাধিকবার আলোচনায় এসেছেন নেইমার জুনিয়র। এবার তার দিকে অভিযোগ, ক্লাবের অনুশীলনে মদ্যপ অবস্থায় আসেন তিনি। জাতীয় দলের সতীর্থ নেইমারকে ঘিরে ওঠা এমন অভিযোগ মানতে নারাজ ব্রাজিলের ফুটবলার লুকাস পাকেতা। নেইমারের বিপক্ষে আনা অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন মনে করেন তিনি।
বুধবার ব্রাজিল দলের সংবাদ সম্মেলনে পাকেতা বলনে, ‘কারো বিষয়ে এভাবে উদ্ভট কথা বলা বা মিথ্যা তথ্য ছড়ানো খুবই অসম্মানজনক। অবশ্যই এ বিষয়ে মন্তব্য করেনি, আমি বিশ্বাস করি এটা মিথ্যা। মানুষ খুব বেশি কথা বলে এবং বিষয়টি আমাদের ওপর কিছুটা হলেও প্রভাব ফেলে। লোকেরা যা বলে তাই বিশ্বাস করা যাবে না। আমি বিশ্বাস করি নেইমার একজন দুর্দান্ত পেশাদার।’
সঙ্গে যোগ করেন পাকেতা, ‘আসল কথা হলো, নেইমার একজন দুর্দান্ত ব্যক্তি, দারুণ পেশাদার, যার অবিশ্বাস্য প্রতিভা রয়েছে। নিঃসন্দেহে সে ব্রাজিল দলের সেরা খেলোয়াড়।’
চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়ার পর পিএসজির তারকা ফুটবলারদের রীতিমত মুণ্ডুপাত করা হচ্ছে। নেইমারও এই তালিকা থেকে বাদ পড়ছেন না। অনুশীলনে অবহেলা, ব্যক্তি জীবনে খামখেয়ালিপনা নিয়ে আগেও কথা হয়েছে। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর যেন তা বেড়েছে আরও। সম্প্রতি ফরাসি সাংবাদিক দানিয়েল রিয়োলো অভিযোগ আনেন, নেইমার নাকি মদ খেয়ে মাতাল হয়ে আসেন অনুশীলনে!
টিআইএস/এটি