ফের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-কেনিয়া
বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে ফাইনালে উঠেছে বাংলাদেশ। আগামীকাল ফাইনালে বিকেলে বাংলাদেশের প্রতিপক্ষ কেনিয়া। গত বছর প্রথম আসরেও দুই দলের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। বাংলাদেশ প্রথম আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল।
দ্বিতীয় সেমিফাইনালে ইরাককে হারিয়ে স্বাগতিক বাংলাদেশ ফাইনালে উঠেছে। ইরাকের বিপক্ষে বাংলাদেশ ৩টি লোনাসহ ৫৫-৩৬ পয়েন্টে জয় পেয়েছে। বাংলাদেশ প্রথমার্ধে ২ লোনাসহ ৩০-১৭ পয়েন্টে এগিয়ে ছিল। বাংলাদেশ গ্রুপ পর্বে তিন ম্যাচ জিতে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে খেলেছে।
বাংলাদেশকে শুরুতে ভাল চ্যালেঞ্জ জানায় ইরাক। হাসান ফায়েজ-মোহাম্মদ হাদিদের দুর্দান্ত রেইডে কিছুটা এলোমেলো হয়ে যান তুহিন তরফদার-আরদুজ্জামান মুন্সিরা। বাংলাদেশের চারজনকে আউট করে ১০-১০ পয়েন্টে সমতা আনেন ফায়েজ। শুরুতে খেই হারিয়ে ফেলা বাংলাদেশ এরপর জেগে ওঠে। রাজিব আহমেদ-জাকিররা পয়েন্ট ছিনিয়ে আনার সঙ্গে প্রতিপক্ষের খেলোয়াড়কে আটকে পয়েন্টের ব্যবধান বাড়াতে থাকেন। দু’বার ইরাককে অলআউট করা স্বাগতিকরা প্রথমার্ধে ৩০-১৭ পয়েন্টে এগিয়ে যায়।
পয়েন্টের এই ব্যবধান বিরতির পরও ধরে রাখা সাজুরামের দল দ্বিতীয়বারের মতো চলে যায় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির ফাইনালে। আজ বুধবার শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে তিনটি লোনাসহ ইরাককে ৫৫-৩৬ পয়েন্টে হারিয়ে শিরোপামঞ্চে লাল সবুজের দলটি।
টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে কেনিয়া ফাইনালে উঠে। শ্রীলঙ্কার বিপক্ষে কেনিয়া ৩ লোনাসহ ৪৯-২৯ পয়েন্টে জয় পেয়েছে। প্রথমার্ধে বিজয়ী দল ২টি লোনাসহ ২৬-১২ পয়েন্টে এগিয়ে ছিল।
সেমিফোইনালে কেনিয়ার কাছে পাত্তাই পায়নি আসলাম সাজার দল। সহজেই তারা ধারাশায়ী হয়েছেন আফ্রিকা মহাদেশের দেশ কেনিয়ার কাছে। কোন রকম প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি তারা। দ্বিতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুনামেন্টে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে আফ্রিকা মহাদেশের দেশ কেনিয়া। ম্যাচ সেরার পুরস্কার জেতেন কেনিয়ার অধিনায়ক ওধিয়াম্বু ওগাক। ম্যাচসেরার আর্থিক পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন সংসদ সদস্য মমতাজ বেগম।
এজেড/এটি/এনইউ