এবার এশিয়া কাপ ও বিশ্বকাপ জিততে চায় বাংলাদেশ
ঐতিহাসিক এক জয়। দক্ষিণ আফ্রিকায় গত রাতে ইতিহাসই গড়ে বসেছে বাংলাদেশ। এর আগে সেখানে খেলা দ্বিপাক্ষিক সিরিজে কোনো ম্যাচই জেতেনি টাইগাররা। তিন ফরম্যাটে ১৯ ম্যাচ খেলে পরাজয় সবক’টিতে। এমনকি দক্ষিণ আফ্রিকার মাটিতে খেলা ১৪ ওয়ানডের কোনোটিতেই জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ দল। সেই আক্ষেপ ঘুচলো এবার। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৩৮ রানে হারিয়েছে বাংলাদেশ।
এমন ঐতিহাসিক জয়ের পর এবার স্বপ্নটা আরো বড় দেখছে বাংলাদেশ দল। অধরা এশিয়া কাপ আর বিশ্বকাপে চোখ টাইগারদের। আজ (শনিবার) দক্ষিণ আফ্রিকা থেকে পাঠানো এক ভিডিও বার্তায় তেমনটিই জানালেন বাংলাদেশ দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
মিরাজ বলছিলেন, ‘স্বপ্ন যদি বড় না থাকে তাহলে তো আগানো যায় না। আমাদের স্বপ্ন অনেক বড়। আমরা ভালো কিছু করতে চাই। দেশে যেমন সিরিজ জিতি বাইরেও আমরা সিরিজ জিততে চাই। আমরা এশিয়া কাপ, বিশ্বকাপ কাপ চ্যাম্পিয়ন হতে চাই।’
চলতি বছর নিউজিল্যান্ডে জয়ের আক্ষেপ ঘুচিয়েছে বাংলাদেশ। এবার দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রোটিয়াদের হারাল লাল-সবুজের প্রতিনিধিরা। বাইশ গজের লড়াইয়ে একে একে অধরা জয়ের স্বাদ পাচ্ছে টাইগাররা। এবার এশিয়া কাপ আর বিশ্বকাপ জয়ের খরা ঘোচানোর পালা।
আইসিসির টুর্নামেন্টে বাংলাদেশ দলের কোনো সাফল্য নেই। ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলে বাংলাদেশ। ২০১৭ চ্যাম্পিয়ন ট্রফির স্বপ্ন শেষ হয় সেমিফাইনালে। ২০১২, ২০১৬ আর ২০১৮ সালে এশিয়া কাপের ফাইনালে উঠেও শিরোপা ছোঁয়া হয়নি।
এবার মিরাজের ভাবনায় বড় মঞ্চে দলীয় অর্জন, ‘আমাদের চিন্তা ভাবনাও অমন বিশ্বকাপ জিততে পারি, এশিয়া কাপ জিততে পারি, দেশের বাইরে সিরিজ জিততে পারি। সেভাবেই আমরা পরিকল্পনা করছি প্রসেস করছি। আমরা কীভাবে ভালো ক্রিকেটে খেলে ভালো খেলে জয় অর্জন করতে পারি, সে পথে এগোচ্ছি।’
টিআইএস/এনইউ