জাতীয় দল নিয়ে ভাবনা নেই সাইফউদ্দিনের
প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়ে আক্ষেপে পুড়তে হয়েছে মোহাম্মদ সাইফউদ্দিনকে। পিঠের ইনজুরিতে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে যান তিনি। এই চোটের কারণে জাতীয় ক্রিকেট লিগ, বাংলাদেশ ক্রিকেট লিগ, ঘরের মাঠে পাকিস্তান সফর, বাংলাদেশ প্রিমিয়ার লিগ এমনকি সদ্য সমাপ্ত আফগানিস্তানের বিপক্ষে সিরিজেও ছিলেন না সাইফউদ্দিন। দীর্ঘদিন পর চোট থেকে সেরে উঠেছেন। আবাহনী লিমিটেডের হয়ে প্রিমিয়ার লিগ দিয়ে মাঠে ফেরার ক্ষণ গুনছেন এই অলরাউন্ডার।
দীর্ঘদিনের অনুপস্থিতিতে জাতীয় দলে তার ফেরা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। সাইফউদ্দিন নিজেও ধরতে পেরেছেন জাতীয় দলের সঙ্গে তার দূরত্ব তৈরি হওয়ার বিষয়টি। তবে দলে জায়গা পাওয়া নিয়ে একেবারেই ভাবছেন না তিনি। আপাতত তার সব ধ্যানজ্ঞান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগকে ঘিরে।
মিরপুরে আজ (সোমবার) আবাহনীর হয়ে অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমকে সাইফউদ্দিন বলছিলেন, ‘আপাতত লক্ষ্য প্রিমিয়ার লিগে ভালো খেলা। এখানে খেলে জাতীয় দলে যেতে হবে এমন কিছু ভাবিনি। যা হওয়ার হবে। ম্যাচ বাই ম্যাচ চিন্তা করতে চাই। ডিপিএলের পর আয়ারল্যান্ড সফর ছিল, ওটা এখন স্থগিত হয়ে গেছে। আমি এখন জাতীয় দলে নেই, তাই জাতীয় দল নিয়ে ভাবনাও নেই। যখন ঢুকব তখন চিন্তাভাবনা করব।’
সঙ্গে যোগ করেন সাইফউদ্দিন, ‘গত সাড়ে ৫ মাস মাঠের বাইরে ছিলাম। জাতীয় দলের কোচিং ম্যানেজমেন্টের কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি। আমি নিজ থেকে আসলে কী বলব? যদি দল মনে করে আমার প্রয়োজন, তখন আমি জাতীয় দল নিয়ে কথা বলব। এখন আবাহনীতে আছি, মনযোগ এখানেই।’
স্ট্রেস ফ্র্যাকচারে ভুগছিলেন সাইফউদ্দিন। এটি মূলত পিঠের চোট। সে চোট সারাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহযোগিতায় কিছুদিন আগে ইংল্যান্ডে যান এই অলরাউন্ডার। এখন সুস্থ আছেন তিনি।
সাইফউদ্দিন বলেন, ‘মানুষের জীবনে কখন কী ঘটে বলা মুশকিল। গত ৩-৪ মাস পিঠের চোট নিয়ে অনেক চিন্তিত ছিলাম। অনেক চেষ্টা করে আলহামদুলিল্লাহ ঠিক হয়েছি। এখন একটু ভালো। আমরা পেস বোলার যারা আছি, সিলি একটা ভুলের কারণে ইনজুরি হয়ে যেতে পারে। গ্যারান্টি দিয়ে বলতে পারব না। কাল আমার জীবনে কী হবে জানি না। এখানে কারো হাত নেই। কেউ জোর গলায় বলতে পারবে না আমার ইনজুরি হবে না।’
টিআইএস