প্রিমিয়ার লিগে জিতল দুই স্বাগতিক
বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ দু’টি ম্যাচ ছিল। দুই ম্যাচেই স্বাগতিক দল জয় পেয়েছে। রাজশাহী বাংলাদেশ পুলিশ ১-০ গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে। অন্য দিকে সিলেটে রহমতগঞ্জ ৩-১ গোলে উত্তর বারিধারাকে হারিয়েছে।
পুরান ঢাকার দল রহমতগঞ্জের এই জয়টি খুব প্রয়োজন ছিল। এই জয়ে ছয় ম্যাচে চার পয়েন্ট নিয়ে তাদের অবস্থান এখন নয় নম্বরে। গোল ব্যবধান ও নানা হিসেবে পুরান ঢাকার দলটি নয়ে থাকলেও নিচে থাকা বারিধারা, স্বাধীনতারও পয়েন্ট ৪। মুক্তিযোদ্ধা সংসদ তিন পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে। এবারের লিগে দুইটি দল রেলিগেশনে যাবে ফলে এই দলগুলো আছে রেলিগেশন জোনেই।
সিলেট জেলা স্টেডিয়ামে রহমতগঞ্জ সাবলীল জয়ই পেয়েছে। ৩২ মিনিটে ফিলিপ আজহা ৩২ মিনিটে প্রথম গোল করেন। নয় মিনিট পরে ম্যাচে সমতা আনে বারিধারা। স্কোরলাইনে সমতা আনার পর আবার তিন মিনিট পর ব্যবধান বাড়ান ফিলিপ আজহা। ২-১ লিড নিয়ে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধে বারিধারা ম্যাচে সমতা আনার চেষ্টা করেছে। উল্টো ৭৩ মিনিটে গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে গেছে। এনামুল ইসলামের গোলে রহমতগঞ্জের লিগের প্রথম জয় নিশ্চিত হয়। ম্যাচের অন্তিম মুহূর্তে জাহিদুল ইসলাম বাবু লাল কার্ড দেখলে দশ জনের দলে পরিণত হয় পুরান ঢাকার ক্লাবটি। এতে অবশ্য ম্যাচের স্কোরলাইনে পরিবর্তন হয়নি।
অন্য দিকে রাজশাহীতে পুলিশ বারিধারাকে হারিয়েছে। ম্যাচের এক মাত্র জয়সূচক গোলটি করেন পুলিশের জার্মান ফুটবলার আদিল কাউসকাউস। এই জয়ে ছয় ম্যাচে আট পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তমে পুলিশ অন্য দিকে চার পয়েন্ট নিয়ে দশ নম্বরে বারিধারা।
আগামীকাল ও পরশু বাংলাদেশ প্রিমিয়ার লিগের কোনো ম্যাচ নেই। শনিবার থেকে শুরু হবে সপ্তম রাউন্ডের খেলা।
এজেড/এনইউ