বিশ্রামে থেকেই ‘অনুশীলন’ সারলেন মুস্তাফিজ-সাকিবরা
আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজটির প্রথম ২ ম্যাচ জিতে ১ ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ দল। তবে আত্মতৃপ্তিতে ভুগছে না টাইগাররা। ২৮ ফেব্রুয়ারি সিরিজের শেষ ম্যাচ জিতে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশের সঙ্গে আইসিসি সুপার লিগের পূর্ণ ৩০ পয়েন্ট পাওয়ার লক্ষ্য লাল-সবুজের প্রতিনিধিদের।
তবে সিরিজ শুরুর আগের দিন অর্থাৎ গত ২২ ফেব্রুয়ারি অনুশীলনে উপস্থিত থাকলেও এরপর আর অনুশীলনে দেখা যায়নি সাকিব আল হাসান আর মুস্তাফিজুর রহমানকে। শেষ ম্যাচের আগের দিন অর্থাৎ আজও অনুশীলন করেননি সাকিব-মুস্তাফিজ। এছাড়াও আজ অনুশীলনে অনুপস্থিত ছিলেন দলের আরও চার সদস্য। তারা হলেন- লিটন দাস, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম। দলের পক্ষ থেকে বলা যাচ্ছে, বিশ্রামে আছেন এই ক্রিকেটাররা।
আজ (সোমবার) দলের পক্ষে থেকে সংবাদ সম্মেলনে আসা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলছিলেন, ‘আমাদের তো ঐচ্ছিক অনুশীলন। আমরা বিপিএলে টানা ম্যাচ খেলেছি। তখন রেস্ট পাইনি। আজও ঐচ্ছিক অনুশীলন ছিল। হয়তো সাকিব ভাই একটু ক্লান্ত। আসলে অনুশীলন করলেই যে ভালো করবে এমন কিছু না। মানসিক রিফ্রেশমেন্টটা অনেক গুরুত্বপূর্ণ। আজকে ঐচ্ছিক (অনুশীলন) ছিল, আবশ্যিক ছিল না, তো যার যতটুকু দরকার ততটুকু অনুশীলন করেছে।’
আফগানদের বিপক্ষে এই সিরিজ শুরুর আগে প্রায় একমাস ধরে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে বন্দি ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ না হতেই আবার মনোযোগ দিতে হয়েছে জাতীয় দলের দায়িত্ব পালনে। এজন্যই ঐচ্ছিক অনুশীলনে না এসে বিশ্রামে থাকছেন অনেকে।
গত বৃহস্পতিবার যেমন হেড কোচ রাসেল ডমিঙ্গো বলছিলেন, ‘ছেলেরা মাসব্যাপী খেলেছে। বিপিএল ফাইনাল খেলেই এখানে চলে এসেছে। এখন অনুশীলনের চেয়েও বিশ্রাম বেশি জরুরী। যারা খেলার মধ্যে কম ছিল তাদের জন্য আজকের এই অনুশীলন। এই অনুশীলন বাধ্যতামূলক নয়। বিশ্রামও কিন্তু অনেক প্রয়োজন।’
টিআইএস/এটি/এনইউ