লেগিং লেগস, কী এই ট্রেন্ড, কারও কারও মধ্যে এ নিয়ে ভয় কেন?
সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে নতুন একটি ট্রেন্ড। নাম লেগিং লেগস। এই দুই লাইন পড়ে ভাবছেন— কি সেই ট্রেন্ড? আর এই ট্রেন্ডের সাথে ভয়ের কি সম্পর্ক? কথায় আছে— এক দেশের গালি, অন্য দেশের বুলি। ট্রেন্ডের পরিণতিও কোনো কোনো ক্ষেত্রে শেষ পর্যন্ত এমন অবস্থায় রূপ নিচ্ছে। অর্থাৎ যে বিষয়টা আপনার কাছে মজার মনে হচ্ছে, সেটা অন্যের কাছে বুলিং।
সম্প্রতি এই অভিজ্ঞতায় মুখোমুখি হয়েছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী নারীদের একাংশ। ভার্চুয়াল জগতে ওঠা নতুন ট্রেন্ড লেগিং লেগস আতঙ্ক ও মানসিক সমস্যার কারণ হয়েছে বহু নারীর।
মূলত লেগিংস হলো নারীদের পরিধেয় এক ধরনের আঁটোসাঁটো পোশাক। যা সাধারণত পাজামার বদলে পায়ে পরা হয়। সম্প্রতি ভাইরাল হয় এই ট্রেন্ড। নতুন ট্রেন্ডে এই লেগিংস পরিহিত পা কার কতটা নিখুঁত, তা নিয়েই শুরু হয়েছে মন্তব্য আর মাতামাতি।
সামাজিক মাধ্যমের একাধিক পোস্ট বিশ্লেষণ করে দেখা যায়, নারীরা তাদের সুগঠিত পায়ের ছবি দিয়ে সেখানে বলছেন— দু'পা জোড়া করে দাঁড়ালে যাদের পায়ের মধ্যে একটি স্বাভাবিক ফাঁকা জায়গা দেখা যায়, তাদেরই পায়ের গঠন সুন্দর। আর তাদেরই লেগিংস পরলে ভালো দেখায়। এর বিপরীতে মানসিক পীড়ার শিকার হচ্ছেন একটু ভিন্ন শেপ বা চেহারার নারীরা। বডি শেমিংয়ের শিকার হয়ে তাদের মনে হচ্ছে— লেগিংস পরা আর উচিত নয়।
এই ট্রেন্ডের জেরে মানসিক অবসাদেও ভুগতে শুরু করেছেন কেউ কেউ। এ অবস্থায় অনেকেই দাবি করছেন, অবিলম্বে এই ট্রেন্ড বন্ধ হোক।
ঘটনাটিকে বডি শেমিং বা দেহ নিয়ে কটাক্ষেরই নামান্তর বলে মন্তব্য করেন অনেকেই। বলছেন, জিরো সাইজ শেমিংয়ের চেয়েও খারাপ নতুন এই ট্রেন্ড।
এমজে