এশার নামাজের ওয়াক্ত কখন হয়?
এশা ও ফজরের নামাজের জামাতের গুরুত্ব সবচেয়ে বেশি। এশার নামাজ আদায় করলে— অর্ধেক রাত ইবাদত করার সওয়াব লাভ হয়। এ জন্য বিভিন্ন হাদিসে ফজিলত বর্ণনার পাশাপাশি বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে।
মাগরিবের ওয়াক্ত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এশার ওয়াক্ত শুরু হয়। এশার ওয়াক্ত ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত থাকে। অর্থাৎ সাহরির ওয়াক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত। (আল-বাহরুর রায়েক : ১/৪৩০)
এশার উত্তম সময় কোনটি?
রাতের এক-তৃতীয়াংশের শেষের দিকে এশার নামাজ পড়া উত্তম। অর্থাৎ এশার সময় হওয়ার সোয়া এক থেকে দেড় ঘণ্টা পরে এশার নামাজ পড়া। (আল-বাহরুর রায়েক : ১/৪৩০)
এশার মকরুহ সময় জেনে রাখুন
বিশেষ কোনো প্রয়োজন ছাড়া মধ্যরাতের পর এশা পড়া মকরুহ। রোগীর সেবা শরিয়ত অনুমোদিত প্রয়োজনের মধ্যে গণ্য হতে পারে। কিন্তু ওয়াজ মাহফিল প্রয়োজনের মধ্যে গণ্য হবে না। তাই ওয়াজ মাহফিলেও যথাসময়ে এশার নামাজ আদায় করা জরুরি। (আল-বাহরুর রায়েক : ১/৪৩১)