তাকবিরে তাহরিমা বলার সময় হাত না উঠালে নামাজ হবে কি?
আসরের নামাজের জন্য গতকাল আমি মসজিদে যাই। দূর থেকে দেখি— ইমাম সাহেব রুকুতে চলে গেলেন। আমি তাড়াহুড়া করে গিয়ে দাঁড়িয়ে তাকবির বলে রুকুতে যাই। তবে তাকবির বলার সময় হাত উঠাতে ভুলে যাই।
এখন আমার জানার বিষয় হলো- তাকবিরে তাহরিমা বলার সময় হাত না উঠানোর কারণে আমার নামাজ কি বাতিল বলে গণ্য হবে?
এর উত্তর হলো- নামাজে তাকবিরে তাহরিমা বলা ফরজ। আর এ সময় কান পর্যন্ত হাত উঠানো সুন্নত। তাকবির বলার সময় হাত না উঠালেও নামাজ হয়ে যায়। তাই আপনার উপরিউক্ত নামাজ সহিহ বা শুদ্ধ হয়েছে।
উল্লেখ্য, নামাজে যাওয়ার সময় তাড়াহুড়া করা বা দৌড়ে যাওয়া উচিত নয়। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসুল (সা.) বলেছেন-
তথ্যসূত্র : আল-মুহিতুল বুরহানি : ২/৩০; বাদায়িউস সানায়ি : ১/৪৬৫; শরহুল মুনইয়া, পৃষ্ঠা : ২৯৮; ফাতহুল কাদির : ১/২৪৪; আল-বাহরুর রায়েক : ১/৩০২; ফাতাওয়া হিন্দিয়া : ১/৭৩; আদ্দুররুল মুখতার : ১/৪৭৪
প্রশ্নটি করেছেন : মুহাম্মাদ আল-আমীন, সিলেট
ঢাকা পোস্টের ইসলাম বিভাগে আপনিও লিখতে পারেন। জীবনঘনিষ্ঠ ও দৈনন্দিন আমল সম্পর্কিত যেকোনো লেখা ও প্রশ্ন পাঠাতে মেইল করুন : [email protected]