ইমাম সিজদায় থাকলে নামাজে যেভাবে শরিক হবেন
কিছু কিছু মুসল্লিকে দেখা যায়, তারা জামাতে শরিক হওয়ার সময় যদি ইমাম সাহেবকে সিজদা অবস্থায় পেলে— তখন তারা তাকবিরে তাহরিমার পর নিজে নিজে রুকু করে নেন। এরপর ইমামের সঙ্গে সিজদায় গিয়ে শরিক হন। জানার বিষয় হলো- তাদের এই কাজ কি সঠিক? এতে কি কোনো সমস্যা আছে?
এই প্রশ্নের উত্তর হলো- নামাজের জামাতে শরিক হওয়ার পর ইমামের অনুসরণ করা ওয়াজিব। তাই ইমামকে সিজদায় পেলে তাকবিরে তাহরিমার পর সরাসরি সিজদায় চলে যাওয়া নিয়ম। এক্ষেত্রে একাকী রুকু করবে না। একাকী রুকু করার পর এই রাকাতকে গণ্য করলে— তার নামাজই হবে না। তাই নিজে নিজে রুকু করবে না; বরং তাকবিরের পর ইমামকে যে অবস্থায় পাবে— ইমামের সাথে শরিক হয়ে যাবে। মুআজ ইবনে জাবাল (রা.) থেকে বর্ণিত হাদিসে নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমাদের কেউ যখন নামাজে আসে, তখন ইমামকে যে অবস্থায় পায়— সে যেন তাই করে। (জামে তিরমিজি, হাদিস : ৫৯১)
তথ্যসূত্র : আলমুহিতুল বুরহানি : ২/১৩৫; হালবাতুল মুজাল্লি : ২/১২৫; ফাতাওয়া হিন্দিয়া : ১/৯১; শরহুল মুনইয়া, পৃষ্ঠা : ৩০৫; আল-বাহরুর রায়িক : ১/৩১২