নামাজের দ্বিতীয় রাকাতে বসতে ভুলে গেলে করণীয়
চার রাকাত নামাজের দ্বিতীয় রাকাতে ভুলে বৈঠক না করেই— আমি দাঁড়িয়ে গিয়েছি। কিন্তু শেষ বৈঠকে সাহু সিজদা করেছি। এখন আমার জানার বিষয় হলো- এভাবে নামাজ পড়ার কারণে আমার নামাজ কি শুদ্ধ হয়েছে? নাকি ওই নামাজ পুনরায় পড়তে হবে?
এর উত্তর হলো- উক্ত নামাজ আপনাকে পুনরায় পড়তে হবে না। কেননা, প্রথম বৈঠক ভুলে ছেড়ে দেওয়ার কারণে— আপনার উপর সাহু সিজদা ওয়াজিব হয়েছিল, আর এটি আপনি আদায় করেছেন; তাই আপনার নামাজ নিয়ম মতোই আদায় হয়েছে। হাদিস শরিফে আবদুল্লাহ ইবনে বুহায়না (রা.) থেকে বর্ণিত হয়েছে যে, ‘রাসুল (সা.) যোহরের নামাজে দ্বিতীয় রাকাতে বৈঠক না করেই দাঁড়িয়ে যান। অতঃপর নামাজ শেষে দুইটি সিজদা করেন। তারপর সালাম ফেরান। (সহিহ বুখারি, হাদিস : ১২২৫)
আরও পড়ুন (ভিডিওসহ) : কোনো জিনিস হারিয়ে গেলে যে দোয়া পড়বেন
তথ্যসূত্র : কিতাবুল আছল : ১/১৯৩৬; আল-মুহিতুল বুরহানি : ২/৩১৫; খুলাসাতুল ফাতাওয়া : ১/১৭৮; মাজমাউল বাহরাইন, পৃষ্ঠা : ১৫০; তাবয়িনুল হাকায়েক : ১/৪৭৯; হালবাতুল মুজাল্লি : ২/৪৩৫; হাশিয়াতুত তাহতাভি আলাল মারাকি, পৃষ্ঠা : ২৫৩