মহানবীর জীবনী পড়ে মুসলিম হলেন ৮০ বছরের নারী
বুলগেরিয়ান নারী স্পাস্কা ইভানোভা। মহানবী (সা.)-এর জীবনী পড়ে মুগ্ধ হয়ে তিনি ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণকালে এই নারীর বয়স ৮০ বছর। তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে এডিরন শহরের দারুল ইফতায় এসে শান্তির ধর্মে দীক্ষিত হন। ইসলাম গ্রহণের পর নিজের নাম পরিবর্তন করে ফাতেমা রাখেন।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সিতে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
আনাদোলু এজেন্সির সেই খবরে জানা গেছে, বুলগেরিয়ার পর্যটক স্পাস্কা ইভানোভা ইসলাম বিষয়ে দীর্ঘদিন পড়াশোনার পর ইসলাম গ্রহণ করেন। এর আগে তিনি মহানবী (সা.)-এর জীবনী পড়ে খুবই প্রভাবিত হন।
ইসলাম গ্রহণ প্রসঙ্গে ফাতেমা সংবাদমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে তিনি ইসলাম ধর্মবিষয়ক বিভিন্ন গবেষণা পাঠ করছিলেন। এ সময় তিনি গভীর মনোযোগ দিয়ে ইসলামের নবী মুহাম্মাদ (সা.)-এর জীবনী অধ্যয়ন করেন— যা তার অন্তরে গভীরভাবে রেখাপাত করে।
বুলগেরিয়ান এই নারীর ইসলাম গ্রহণ উপলক্ষে এডিরন শহরের দারুল ইফতা বিভাগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এডিরন শহরের মুফতি আলা উদ্দিন বুজকুরাত ও তার সহকারি জয়নব কায়া অনুষ্ঠানটির আয়োজন করেন। অনুষ্ঠানে স্থানীয় মুফতির পক্ষ থেকে ফাতেমাকে পবিত্র কোরআন উপহার দেওয়া হয়।