নারীরা পরপুরুষের সামনে নামাজ পড়তে পারবেন?
নামাজ নারী-পুরুষ সবার ওপর ফরজ। কিন্তু বিভিন্ন কারণে নারীকে বাইরে যেতে হয়। তখন হাটে-বাজারে, মার্কেটে ও অফিসে কিংবা অন্য কোনো স্থানে নামাজের সময় হয়ে যেতে পারে। জানার বিষয় হলো- পরপুরুষের সামনে মহিলাদের নামাজ পড়া কি জায়েজ আছে?
উল্লেখ্য যে, অনেক সময় এক মিনিটের দূরত্বে নারীদের নামাজের ব্যবস্থা থাকে; তা সত্ত্বেও কি কোনো নারী অন্য পুরুষদের সামনে নামাজ আদায় করতে পারবে?
এই প্রশ্নের উত্তর হলো- নারীরা সর্বাবস্থায় পরপুরুষের সামনে নিজেকে প্রকাশ করা নাজায়েজ; নামাজের অবস্থায় হোক বা নামাজের বাইরে। তবে একান্ত প্রয়োজনে পূর্ণাঙ্গ শরীর ঢেকে পরপুরুষের সামনে যাওয়ার সুযোগ অবশ্যই রয়েছে।
আরও পড়ুন : নামাজ কখন ভেঙে ফেলা যাবে?
সে হিসেবে, নারীরা নিজ প্রয়োজনীয় কর্মস্থলে চেহারা ও হাত-পাসহ পূর্ণাঙ্গ শরীর ঢেকে— পরপুরুষের সামনে নামাজ পড়ার বৈধতা রয়েছে। কিন্তু এরপরও পুরুষের আড়ালে গিয়েই নামাজ উত্তম।
অন্যদিকে পরপুরুষের সামনে চেহারা খোলা অবস্থায় নামাজ পড়লে— নামাজ শুদ্ধ হয়ে যাবে। তবে গায়রে মাহরামের সামনে চেহারা প্রকাশ করার কারণে গুনাহগার হতে হবে।
তথ্যসূত্র : আহকামুল কোরআন, মুফতি শফি রহ. : ৩/৪১৬; আদ্দুররুল মুখতার : ১/৪০৬
ঢাকাপোস্টে ইসলাম ও জীবনঘনিষ্ঠ লেখা ও প্রশ্ন পাঠাতে মেইল করুন : [email protected]