ভারতবর্ষের মুসলিমদের অবদান নিয়ে তুর্কি সিরিজ
ভারতবর্ষের মুসলিমদের নিয়ে ঐতিহাসিক টিভি সিরিজ তৈরি করতে যাচ্ছে তুরস্ক। এর আগে তারা দিরিলিস আর্তুগরুল ও কুরুলুস ওসমান তৈরি করে সাফল্যের সাক্ষর রেখেছে। অবশ্য এগুলোর অভিনয়ের বিভিন্ন বিষয় নিয়ে বিজ্ঞজনদের মতামত রয়েছে।
নতুন এই সিরিজে খেলাফত আন্দোলনে অংশ্রগ্রহণকারী ভারত উপমহাদেশের মুসলিমদের অবদান তুলে ধরা হবে। তুর্কি প্রভাবশালী সংবাদমাধ্যম আনাদুলু নিউজ এজেন্সিতে প্রকাশিত প্রতিবেদনে এমনটা জানা গেছে।
‘তুর্কি লালা’ নামের সিরিজটি তৈরি করতে যাচ্ছে টেকদিন ফিল্ম। টেকদিনের প্রধান কেমেল টেকদিন সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা ইতিমধ্যে তুর্কি লালা-এর সিরিজের দৃশ্যপট লেখা শুরু করেছি। প্রথমে স্ক্রিপ তৈরি করা হবে। এরপর অভিনয় শুরু হবে।
‘লালা’ পশতু ভাষার শব্দ। এর অর্থ ছোট ভাই। ১৯২০ সালে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করতে তুরস্কে আসা উপমহাদেশের মুসলিমদের অবদান ‘তুর্কি লালা’ সিরিজটিতে তুলে ধরা হবে।
বিংশ শতাব্দীতে উসমানি-সম্রাজ্য রক্ষায় খেলাফত আন্দোলন শুরু হয়। তখন বর্তমান উপমহাদেশ থেকে অনেক মুসলিম তুরস্কের সহযোগিতায় যায়।
টেকদিন আরো বলেন, ‘পাকিস্তান ও তুর্কি অভিনেতারা এতে অভিনয় করবেন। তবে সিরিজটির বেশির ভাগ অভিনয় তুরস্কে হবে।’
এর আগে গত বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) টেকদিন প্রতিনিধি দলসহ পাকিস্তানে পাঁচ দিনের ভ্রমণ শুরু করেন। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গেও তারা সাক্ষাৎ করেন।
ইমরান খানের সঙ্গে বৈঠককালে শাহরিয়ার আফরিদি বলেন, খেলাফত আন্দোলনে তুর্কি লালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ১৯২০ সালে যখন আনাদোলু এজেন্সি প্রতিষ্ঠা লাভ করে। তখন প্রথম প্রতিবেদক হিসেবে আবদুর রহমান পেশওয়ারি দায়িত্ব পালন করেন।
আবদুর রহমানের জ্ন্ম খাইবার পাখতুনখোয়ায়। প্রদেশটির রাজধানী পেশওয়ারে। ১৮৮৬ সালে এক সম্ভ্রান্ত পরিবারে। বলকান যুদ্ধের সময় পড়াশোনা অব্যাহতি দিয়ে তুরস্কে পাড়ি দেন তিনি।