রমজানে দুর্ব্যবহার মুক্ত থাকতে হাদিসে যা বলা হয়েছে

আমল-ইবাদতের মাস রমজান। এই মাসে বিনয়ী এবং সহনশীল হয়ে আল্লাহর প্রিয় হওয়ার চেষ্টা করা উচিত। অনেক রমজান মাসে অন্যের সঙ্গে দুর্ব্যবহার ও মন্দ আচরণ করেন। এটা কোনোভাবে কাম্য নয়। মন্দ আচরণ পরিহার করা জরুরি।
রোজাদারের সঙ্গে ভালো আচরণ করার নির্দেশ দিয়েছেন রাসূল সা.। এক হাদিসে বর্ণিত হয়েছে—
সিয়াম ঢালস্বরূপ। সুতরাং তোমাদের কেউ যেন সিয়াম অবস্থায় পাপাচারে লিপ্ত না হয়, শোরগোল না করে। কেউ যদি তাকে গালি দেয় বা লড়াই করতে আসে, তাকে যেন সে বলে দেয়, আমি রোজাদার। (বুখারি, হাদিস : ১৯০৪, মুসলিম, হাদিস : ১১৫১)
আরও পড়ুন
এই হাদিসে রোজা রেখে অন্যের সঙ্গে কোনো ধরনের তর্কবিতর্কে লিপ্ত না হওয়ার স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে। কেউ তর্কে জড়াতে এলে তাকে সুন্দর কথায় বিদায় দিতে বলা হয়েছে। কিন্তু রোজার মাস এলে আমাদের অনেকেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না। উত্তেজিত হয়ে পড়েন। অন্যের ওপর মেজাজ খারাপ করেন। পরিবার-পরিজন, পাড়া-প্রতিবেশি ও অন্যদের সঙ্গে ক্ষ্যাপা ও উঁচু গলায় কথা বলেন। অথচ রমজান সংযমের মাস। এই মাস তাকওয়ার অর্জনের মাস।
পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, হে মুমিনগণ! তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হলো, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হয়েছিল, যাতে তোমরা তাকওয়া (আল্লাহভীরুতা) অবলম্বন করতে পারো। (সূরা বাকারা, আয়াত : ১৮৩)